For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলে আগামী দিনে পন্থের ব্যাক আপ হতে পারেন কারা, জানিয়ে দিলেন প্রসাদ

ব্যাট হাতে ছন্দে নেই ঋষভ পন্থ। সেক্ষেত্রে পন্থের পরিবর্ত হয়ে নীল জার্সিতে আগামী দিনে ভারতীয় দলে কারা সুযোগ পেতে পারেন জানিয়ে দিলেন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ।

  • |
Google Oneindia Bengali News

ব্যাট হাতে ছন্দে নেই ঋষভ পন্থ। সেক্ষেত্রে পন্থের পরিবর্ত হয়ে নীল জার্সিতে আগামী দিনে ভারতীয় দলে কারা সুযোগ পেতে পারেন জানিয়ে দিলেন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ।

ভারতীয় দলে আগামী দিনে পন্থের ব্যাক আপ হতে পারেন কারা, জানিয়ে দিলেন প্রসাদ

ভারতীয় নির্বাচক প্রধান প্রসাদ বলেছেন, 'ঋষভ পন্থ নিঃসন্দেহে দারুণ প্রতিভা। ভবিষ্যতের তারকা ক্রিকেটার। দেশের হয়ে ওর পারফর্ম্যান্সের উপর আমরা নজর রাখছি।' সেই সঙ্গে প্রসাদ যোগ করেছেন, 'তবে শুধু পন্থই নয়, বাকি উইকেট কিপারদের দিকেও আমাদের নজর রয়েছে। ভবিষ্যতের উইকেটকিপারদের এখন থেকে ঘষামাজা করা প্রয়োজন। সেকারণেই ঘরোয়া ক্রিকেটে আরও কিছু উইকেটকিপার ব্যাটম্যানের উপর আমরা জোর দিচ্ছি। ইন্ডিয়া এ দলের হয়ে ভালো খেলছেন শ্রীকর ভরত। এছাড়াও ঈশান কিষাণ-সঞ্জু স্যামসানদের মতো তরুণ ক্রিকেটাররা সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। '

এখন অবশ্য পন্থকে নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না নির্বাচক প্রধান। সেকথাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। যার অর্থ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজই পন্থের কাছে অগ্নিপরীক্ষা!

English summary
chairman of selectors MSK Prasad names three young wicket-keepers as Rishabh Pant’s backup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X