For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কপিল নেতৃত্বাধীন সিএসি-র বিরুদ্ধে স্বার্থের সংঘাত পায়নি সিওএ, জানালেন বিনোদ রাই

কপিল নেতৃত্বাধীন সিএসি-র বিরুদ্ধে স্বার্থের সংঘাত পায়নি সিওএ, জানালেন বিনোদ রাই

  • |
Google Oneindia Bengali News

টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচনকারী কপিল দেব নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি-কে স্বার্থের সংঘাত সংক্রান্ত নোটিশ পাঠিয়েছেন বিসিসিআই-র এথিক্স অফিসার ডিকে জৈন। নোটিশ পাওয়া মাত্র সিএসি থেকে ইস্তফা দিয়েছেন কমিটির অন্যতম সদস্যা সান্থা রাঙ্গাস্বামী। কপিল দেব-দের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ফের টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচন হতে পারে। যদিও সিএসি-র বিরুদ্ধে স্বার্থের সংঘাত সংক্রান্ত কোনও প্রমাণ তাঁরা অন্তত পাননি বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান বিনোদ রাই।

কপিল নেতৃত্বাধীন সিএসি-র বিরুদ্ধে স্বার্থের সংঘাত পায়নি সিওএ, জানালেন বিনোদ রাই

উল্লেখ্য, কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ-র সম্মতিতেই মাস খানেক আগে টিম ইন্ডিয়ার হেড কোচ পদে আরও একবার রবি শাস্ত্রীর নিয়োগ নিশ্চিত করে কপিল দেব নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি। তারপরেও কীভাবে কপিল দেব-দের বিরুদ্ধে এই অভিযোগ উঠল, প্রশ্নের উত্তরে সিওএ প্রধান বিনোদ রাই বলেছেন, কোথাও একটা ব্যবধান তৈরি হয়েছে। কারণ, তাঁদের অনুসন্ধানে সিএসি সদস্য কপিল দেব, অংশুমান গায়েকোয়াড় ও সান্থা রাঙ্গাস্বামীর বিরুদ্ধে স্বার্থের সংঘাত সংক্রান্ত কোনও প্রমাণ উঠে আসেনি বলে জানিয়েছেন বিনোদ রাই।

বিসিসিআই-র নতুন সংবিধান অনুযায়ী সংস্থার কোনও পদাধিকারি একের বেশি পদে ধরে থাকতে পারবেন না। কিন্তু গত অগাস্টে সিএসি-র তিন সদস্যের বিরুদ্ধেই স্বার্থের সংঘাতের অভিযোগ আনেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব শুক্লা। এর প্রেক্ষিতে কপিল দেব, অংশুমান গায়েকোয়াড় ও সান্থা রাঙ্গাস্বামীকে নোটিশ ধরান বিসিসিআই-র এথিক্স অফিসার ডিকে জৈন। অভিযোগ প্রমাণিত হলে টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচন নিয়ে সিএসি-র সিদ্ধান্ত বাতিল করা হবে বলে জানিয়েছেন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান বিনোদ রাই।

English summary
CoA not see any conflict to Kapil Dev-led CAC, says Vinod Rai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X