For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্ক কাটিয়ে কবে হতে পারে আইপিএল, জেনে নিন সম্ভাব্য সূচি

করোনা আতঙ্ক কাটিয়ে কবে হতে পারে আইপিএল, জেনে নিন সম্ভাব্য সূচি

  • |
Google Oneindia Bengali News

করোনার সঙ্গে কেটে গিয়েছে ছয় মাস। ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত আগামী দিনে ভাইরাসের সঙ্গে মানিয়ে নিয়েই চলার মতামত দিচ্ছেন ডাক্তাররা। কোভিড সংকটের এই পরিস্থিতিতে অক্টোবরের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ পিছিয়ে গেলে সেই জায়গায় আইপিএল আয়োজনের জন্যে আগাম পরিকল্পনা তৈরি রাখছে বিসিসিআই। বোর্ড সূত্রে স্থগিত আইপিএল কবে শুরু হতে পারে,সেটাও জানা গিয়েছে।

কবে শুরু হতে পারে আইপিএল ১৩

কবে শুরু হতে পারে আইপিএল ১৩

২৯ মার্চ ১৩ তম আইপিএল শুরু হওয়ার কথা থাকলে বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে মিলিয়ন ডলার টুর্নামেন্ট পিছিয়ে যায়। ভাইরাসের গ্রাসে থর হরিকম্প পরিস্থিতিতে বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রেখেছিল। এবার জানা যাচ্ছে, ২৬ সেপ্টেম্বর থেকে স্থগিত আইপিএল শুরু করতে চাইছে বোর্ড।

বোর্ড কোন সময় আইপিএল চায়

বোর্ড কোন সময় আইপিএল চায়

সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শুরুর মধ্যে টুর্নামেন্ট সেরে নিতে চায় বিসিসিআই। সেক্ষেত্রে ২৬ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বরের মধ্যে আইপিএল আয়োজন করা নিয়ে বোর্ডের অন্দরে পরিকল্পনা চলছে। পুরাটাই অবশ্য টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

আইপিএল না হলে বোর্ডের ক্ষতি কত

আইপিএল না হলে বোর্ডের ক্ষতি কত

করোনা আবহে শেষ পর্যন্ত এবছর আইপিএল বাতিল হলে বোর্ডের আনুমানিক ৪০০ কোটা টাকার ক্ষতি হতে চলেছে।

আইপিএল নিয়ে কী আশার কথা শুনিয়েছেন সৌরভ

আইপিএল নিয়ে কী আশার কথা শুনিয়েছেন সৌরভ

কোভিড ১৯ ভাইরাসের কারণে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝে বিসিসিআআই সভাপতি আইপিএল নিয়ে আশার কথা শুনিয়েছেন। সবরকম চেষ্টা করে এবছরই আইপিএল আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে বলে সৌরভ জানিয়েছেন।

যেন ইডেন নয়, একই মাঠে উদযাপনে সামিল গোটা দেশ, বললেন ২০০১-এর নায়ক লক্ষ্মণযেন ইডেন নয়, একই মাঠে উদযাপনে সামিল গোটা দেশ, বললেন ২০০১-এর নায়ক লক্ষ্মণ

English summary
CoronaVirus in Sports: IPL could be staged from September 26 to November 8
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X