For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিখর বনাম রাহুল: ওপেনারদের যুদ্ধ নিয়ে কী বললেন বিরাট ও ধাওয়ান

পুণেতে ম্যাচ ও সিরিজ জয়ের পর বিরাট বলেন, ' আমার দলে প্রত্যেক ক্রিকেটারের মধ্যে সুস্থ প্রতিযোগিতা রয়েছে

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় দলের ওপেনিং স্লটে এখন তীব্র প্রতিযোগিতা। ২০১৯ সালটা ওপেনিংয়ে তিন ফর্ম্যাটেই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন রোহিত শর্মা। চোটের কারণে ধাওয়ানের পরিবর্ত হিসেবে তাঁকে যোগ্য সংগত দিয়েছেন লোকেশ রাহুল। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি থেকে ২০১৯ এর শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি। এবার ২০২০ সালে শুরুতেও ১৯ এর ফর্মে ধরে রাখলেন রাহুল।

ভারতীয় দলে টি-টোয়েন্টিতে ওপেনিং যুদ্ধ

ভারতীয় দলে টি-টোয়েন্টিতে ওপেনিং যুদ্ধ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬ ইনিংসে রাহুলের ঝুলিতে ১টি শতরান ও ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে। পাল্টা চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর পুনেতে ৫২ রান হাঁকিয়ে ওপেনিংয়ের লড়াই জমিয়ে দিলেন শিখর।

অন্যদিকে রাহুল এই ম্যাচে ৫৪ রান করে আউট হন। যা দেখে কঠিন প্রশ্নে মুখে পড়ে , ক্রিকেটারদের মধ্যে লড়াই তৈরি করার স্পষ্ট বিরোধী বলে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক।

উল্লেখ্য শুক্রবার রাহুল-ধাওয়ান জুটি ওপেনিংয়ে ৯৭ রান যোগ করে।

বিরাট যা বলেছেন

পুণেতে ম্যাচ ও সিরিজ জয়ের পর বিরাট বলেন, ' আমার দলে প্রত্যেক ক্রিকেটারের মধ্যে সুস্থ প্রতিযোগিতা রয়েছে। তবে অধিনায়ক হিসেবে আমি ক্রিকেটারদের মধ্যে লড়়াই তৈরি করে দেওয়ার বিরোধী। ক্রিকেট সবসময়ই দলগত খেলা। তিন ওপেনারই এখন ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছে। এতে দলের লাভ। দলে একাধিক ব্যাক আপ থাকছে।এই নিয়ে অযথা দুই ওপেনারের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া বন্ধু করুন।'

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় নিয়ে কী বললেন বিরাট

এবছরের শুরুটা আমাদের ভালো হয়েছে। একটি ম্যাচ রান তাড়া করে জিতলাম। অন্যটা রান ডিফেন্ড করে। এই অভিজ্ঞতাগুলো বিশ্বকাপে কাজে আসবে।

ওপেনারদের যুদ্ধ নিয়ে কী বললেন ধাওয়ান

ওপেনারদের যুদ্ধে নিয়ে সাংবাদিক বৈঠকে ধাওয়ান বলেন, '২০১৯ সালে ভারতের তিন ওপেনারই দারুণ খেলেছে। রাহুল সাম্প্রতিক সময়ে দারুণ ব্যাটিং করছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-টোয়ন্টি ম্যাচ হাফ সেঞ্চুরি করে আমিও ছবিটায় ঢুকে পড়লাম। আমি এই প্রতিযোগিতা নিয়ে ভাবছি না। আমার কাজ ব্যাট করা। দুই টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পেরে আমি খুশি। '

English summary
Dhawan vs Rahul debate in T20Is: Virat Kohli want to stop idea of pitting people against each other
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X