For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের ফর্ম দেখে কোহলিকে বিচার করতে যেও না, সতর্ক করছেন বেঙ্গসরকার

আইপিএলে এবছর কিছুই ভালো যাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলির। তবে তা দেখে কোহলিকে বিচার করতে নিষেধ করছেন দিলীপ বেঙ্গসরকার।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে এবছর কিছুই ভালো যাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলির। অধিনায়ক হিসাবে তো বটেই, ব্যাটসম্যান হিসাবেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে তা দেখে কোহলিকে বিচার করতে নিষেধ করছেন দিলীপ বেঙ্গসরকার। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, আইপিএল দিয়ে কাউকে বিচার করা ঠিক হবে না। বিরাট অনবদ্য ফর্মে রয়েছে। শুধু ব্যাটসম্যান হিসাবেই নয়, অধিনায়ক হিসাবেও ভালো।

আইপিএলের ফর্ম দেখে কোহলিকে বিচার করা ঠিক নয়, মত বেঙ্গসরকারের

বেঙ্গসরকার অনেকদিন ভারতীয় দলের নির্বাচক ছিলেন। তিনি বলছেন, বিরাট টেস্ট ও একদিনের ক্রিকেটে ভালো খেলেছেন। তাই এখনই বিশ্বাস হারানো উচিত হবে না।

আইপিএলের খেলা মিস করছেন না বেঙ্গসরকার। আগের দিন আন্দ্রে রাসেলের দুর্ধর্ষ ব্যাটিং দেখেছেন। মাত্র ১৩ বলে ৪৮ রান করে কীভাবে আরসিবি-র হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গিয়েছেন। তারপরও কোহলিরা অবশ্য ম্যাচ হেরেছেন। যার ফলে বিশ্বকাপের আগে বিরাটের অধিনায়কত্ব আতসকাচের তলায় চলে এসেছে।

বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে আশাবাদী বেঙ্গসরকার। ভারত শেষ চারে যাবে বলেই ধরে নিচ্ছেন তিনি। ভারতের বোলিংকে এগিয়ে রাখছেন তিনি। এই প্রথম এত ভালো বোলিং নিয়ে ভারত বিশ্বকাপে নামছে। আর সেজন্যই কোহলির দলকে এগিয়ে রাখছেন বেঙ্গসরকার।

ইংল্যান্ডের পরিবেশে খেলা সহজ হবে না। বিরাট কোহলি ও রোহিত শর্মা বাদে বাকীদের দায়িত্ব নিতে হবে। তাহলেই ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন প্রাক্তন এই ভারত অধিনায়ক।

English summary
Don't judge Virat Kohli by IPL form before World Cup, says Dilip Vengsarkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X