
এখনই পুরো আইপিএল নয়
তবে এখনও ভারতে পুরোপুরি মহিলাদের আইপিএল আয়োজন সম্ভব নয় বলেই জানিয়েছে বিসিসিআই। প্রধান সমস্য়া বিনিয়োগকারীর। মহিলাদের টি২০ দল কেনার মতো ভাল বিনিয়োগকারী এখনও পায়নি বোর্ড। তবে এভাবে এগোতে এগোতেই আগামী কয়েক বছরে সেই পরিবেশ তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

মজুতের শক্তির অভাব
আরও এক সমস্যা হল ভারতের হাতে মহিলাদের মজবুত রিজার্ভ বেঞ্চ নেই। সিনিয়র দলের সঙ্গে ভারতের বাকি মহিলা ক্রিকেটারদের মানের বিশাল ফারাক রয়েছে। বোর্ড সূত্রে খবর আইপিএল-এর মতো প্রথম সারির টুর্নামেন্ট খেলার মতো ভারতীয় মহিলা ক্রিকেটার মেরে কেটে ৩০ জন পাওয়া যেতে পারে।

সম্ভাব্য তিন অধিনায়িকা
তাই এবারের মতো প্রতিযোগিতাকে তিন দলের মধ্যেই বেঁধে রাখা হবে। প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি বা ২টি করে ম্যাচ খেলবে। সেরা দুটি দলের মধ্যে হবে ফাইনাল। তিন দলের অধিনায়িকা হিসেবে ভাবা হয়েছে হরমনপ্রিত, স্মৃতি মান্ধানা ও মিতালীর নাম।

খরচা দেবে বোর্ড
দল কেনার মতো বিনিয়োগকারী না থাকায় এই টুর্নামেন্টের সব ব্যয়ভার বহন করবে ভারতীয় বোর্ডই। দেশী-বিদেশী ক্রিকেটারদের বেতন, পুরস্কার মূল্য সবেরই ব্যবস্থা করবে বোর্ড। তবে এর জন্য তারা ভাল স্পন্সসর ধরতে পারবে বলে আসা করছে।

কখন ও কোথায় হবে ম্যাচ?
এছাড়া রয়েছে সম্প্রচারের সমস্য়া। আইপিএল চলাকালীন ভিন্ন মাঠে মহিলাদের টুর্নামেন্ট হলে তা সম্প্রচারকারীদের পক্ষে সামলানো সমস্যার হতে পারে মনে করা হচ্ছে। সেই কথা মাথায় রেখে, আইপিএল কেন্দ্রগুলিতেই হয় পুরুষদের ম্যাচ শুরু হওয়ার বিকাল ৪টে থেকে অথবা সেই ম্য়াচে ম্য়াচের আগের দিন সন্ধ্যা ৭টা থেকে মহিলাদের ম্য়াচগুলি আয়োজন করা হবে।