For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: জানেন কেন বাঁ-হাতের তিনটি আঙুল মুড়ে সেলিব্রেশন করেন স্টোকস

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: জানেন কেন বাঁ-হাতের তিনটি আঙুল মুড়ে সেলিব্রেশন করেন স্টোকস

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড ক্রিকেটে বর্তমানে যদি মোস্ট ডিপেন্ডডেবল কোনও ক্রিকেটার থাকেন, তিনি বেন স্টোকস। ইংল্যান্ডের এই ক্রিকেটার ২০১৯ সালে দলকে ঘরের মাঠে বিশ্বকাপ দিয়েছেন। এরপর অ্যাসেজ সিরিজে শেষ উইকেটে ব্যাট করে হেডিংলে টেস্ট সিরিজে দলকে সিরিজে ফিরিয়েছিলেন। এবার করোনা পরবর্তী ক্রিকেটেও দলের ত্রাতা ও নির্ভরশীল ব্যাটসম্যান বেন স্টোকস।

আকাশের মতে স্টোকসই এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার

আকাশের মতে স্টোকসই এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার

করোনা পরবর্তী ক্রিকেটে তাঁর ব্যাটে ভর করে ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টেস্ট চালকের আসনে ইংল্যান্ড। ব্যাট হাতে ১৭৬ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে রানের পাহাড়ে পৌঁছে দিয়েছেন বেন স্টোকস। যে পারফর্ম্যান্সের পর ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া স্টোকসে এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার বলেছেন।

স্টোকসের অভিনব সেলিব্রেশন

স্টোকসের অভিনব সেলিব্রেশন

এহেন স্টোকস ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে বাঁ-হাতের তিনটি আঙুল মুড়ে সেই সেলিব্রেশন করেছেন। অতীতেও তাঁকে এভাবে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে।সেলিব্রেশন-এর অর্থ কী? ফ্যানেদের মধ্যে সেই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।

বাবাকে উৎসর্গ করে এমন সেলিব্রেশন

বাবাকে উৎসর্গ করে এমন সেলিব্রেশন

বাবাকে উৎসর্গ করেই স্টোকসের ওরকম সেলিব্রেশন করে থাকেন। বেন স্টোকসের বাবা গেড স্টোকস প্রাক্তন রাগবি প্লেয়ার। তিনি ছোট্ট বেনকে নিয়ে নিউ জিল্যান্ড থেকে ইংল্যান্ডে চলে এসেছিলেন। ইংল্যান্ডে এসে স্টোকসের বাবা রাগবি কোচ হিসাবে কাজ করেছেন। রাগবি খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন গেড স্টোকস।

এক দুর্ঘটনায় চিকিৎসকরা অস্ত্রোপচার করে স্টোকসের বাবা আঙুল বাদ দেয় ও তাঁকে রাগবি থেকে দূরে থাকতে বলেছিলেন। কিন্তু গেড স্টোকস আঙুল কেটে ফেলার পরও খেলা চালিয়ে গিয়েছিলেন। আঙুল না থাকা সত্বেও লড়াই চালিয়েছিলেন তিনি। বাবাকে শ্রদ্ধা জানাতে সেই কারণেই স্টোকস বাঁ-হাতের তিনটি আঙুল মুড়ে সেলিব্রেশন করেন।

করোনা উদ্বেগ কাটিয়ে ক্রিকেটে ফিরলেন শামি-রায়না, ভাইরাল নেট প্র্যাকটিসের ভিডিওকরোনা উদ্বেগ কাটিয়ে ক্রিকেটে ফিরলেন শামি-রায়না, ভাইরাল নেট প্র্যাকটিসের ভিডিও

English summary
England vs West Indies: The story behind Ben Stokes' folded finger celebration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X