For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ত্রীকে কয়েকটা শব্দে ব্যাখ্যা কর! ফ্যানের প্রশ্নে যে উত্তর শোনালেন ভারতীয় ক্রিকেটার

স্ত্রীকে কয়েকটা শব্দে ব্যাখ্যা কর! ফ্যানের প্রশ্নে যে উত্তর শোনালেন ভারতীয় ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রকোপ বাড়তে ফের ঘরবন্দি! ভাইরাসে সংক্রমণের মাত্রা বেড়ে চলায় দেশের বিভিন্ন রাজ্যে কোথাও এলাকাভিত্তিক আংশিক লকডাউন কোথায় আবার আগামী সপ্তাহ থেকে কড়া লকডাউন পরিস্থিতি তৈরি হতে চলেছে। এই অবস্থায় ক্রিকেট থেকে দীর্ঘ ছুটির মাঝে এখন ভারতীয় ক্রিকেটাররা ফ্যানদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। লকডাউনে বিরাট থেকে যুবরাজ একাধিকবার ফ্যানেদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এবার ফ্যানদের প্রশ্নে উত্তরের ডালি সাজিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার।

স্ত্রীকে কয়েকটা শব্দে ব্যাখ্যা কর

স্ত্রীকে কয়েকটা শব্দে ব্যাখ্যা কর

টুইটারে ফ্যানেদের প্রশ্ন নিয়েছেন ভুবি। সেখানেই এক ফ্যান ভারতীয় পেসারকে স্ত্রীকে কয়েকটি শব্দে ব্যাখ্যা করতে বলেন। ভুবির ভক্ত টুইটে লিখেছেন, 'নুপুর ম্যামকে কয়েকটি শব্দে ব্যাখ্যা করুন।'

উত্তরে যা বললেন ভুবি

উত্তরে যা বললেন ভুবি

ফ্যানের এমন প্রশ্নে ভুবির উত্তর নেটনাগরিকদের বেশ মনে ধরেছে। ফ্যানের প্রশ্নের উত্তরে স্ত্রীকে তিন শব্দে ব্যাখ্যা করেছেন ভুবি। বুদ্ধিমতী,মাল্টি টার্সার ও কুকুরভক্ত বলে স্ত্রীকে ব্যাখ্যা করেন ভুবনেশ্বর।

ভুবির তিন ইচ্ছা

ভুবির তিন ইচ্ছা

টুইটার আড্ডায় এক ভক্ত ভুবির দুই ইচ্ছার কথা জানতে চেয়েছিলেন। উত্তরে বিশ্বকে কোভিড-১৯ মুক্ত দেখার ইচ্ছা প্রকাশ করেছেন ভুবনেশ্বর। দ্বিতীয় ইচ্ছা হিসেবে আপদকালে বর চাওয়ার ইচ্ছে রেখেছেন ভারতীয় ক্রিকেটার।

ভুবির প্রথম রোজগার

ভুবির প্রথম রোজগার

ভুবিকে তাঁর প্রথম রোজগার নিয়ে প্রশ্ন করা হলে সেটাও ফ্যানদের সঙ্গে শেয়ার করেছেন ক্রিকেটার। কেরিয়ারে ভুবি প্রথম ৩০০০ টাকা রোজগার করেছিলেন বলে জানিয়েছেন। সেই টাকা থেকে তিনি প্রয়োজনীয় কিছু জিনিস কিনেও সঞ্চয় করেছিলেন বলে জানান।

আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে কী বললেন সৌরভআইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে কী বললেন সৌরভ

English summary
Fan Asks Bhuvneshwar Kumar To Describe His Wife In Few Words, what Bhuvi gave candid responses
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X