For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন থেকে হার্দিক, রোহিত থেকে ধাওয়ান, দেখে নিন ফাদার্স ডে'তে ক্রিকেটারদের আবেগঘন পোস্ট

সচিন থেকে হার্দিক, রোহিত থেকে ধাওয়ান, দেখে নিন ফাদার্স ডে'তে ক্রিকেটারদের আবেগঘন পোস্ট

  • |
Google Oneindia Bengali News

ফাদার্স ডে উদযাপন ভারতীয় খেলোয়াড়দের। আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ফাদার্স ডে উপলক্ষ্যে নেটিজেনদের একের পর এক পোস্টের ভিড়। সেই পোস্টের ভিড়ে ভারতীয় খেলার জগতের তারকাদের পোস্ট আলাদা জায়গা করে নিয়েছে।

সচিন তেন্ডুলকরের পোস্ট

সচিন তেন্ডুলকরের পোস্ট

এদিন ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর বাবার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, 'তোমার উপদেশ আমি সারা জীবন মনে রাখব। সবকিছুর আগে তুমি একজন ভালো মানুষ হতে বারবার উৎসাহ দিতে। সংকট কাটাতে তোমার পরামর্শ সবসময় মনে রাখি।'

হার্দিক পান্ডিয়ার পোস্ট

হার্দিক পান্ডিয়ার পোস্ট

সোশ্যাল মিডিয়ায় এদিন বাবার সঙ্গে হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া ছবি পোস্ট করেছেন। থ্যাঙ্কু পাপা লিখেলে পোস্টে হার্দিক জুড়েছেন, 'যে কোনও পরিস্থিতিতে তোমার থেকে সর্বদা ভালোবাসা পেয়ে এসেছি। তোমার আত্মত্যাগ না হলে আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তোমাকে সবসময় হাসিখুশি দেখতে চাই।'

রবি শাস্ত্রী-শিখর ধাওয়ান

রবি শাস্ত্রী-শিখর ধাওয়ান

টুইটে বাবার ছবি পোস্ট করে রবি শাস্ত্রী লিখেছেন, 'আমার প্রথম হিরো, আমার অনুপ্রেরণা।' ইউসূফ পাঠান বাবার ছবি পোস্ট করে লিখেছেন এমন ভালো মানুষকে বাবা হিসেবে পাওয়া সৌভাগ্যের। অন্যদিকে ফাদার্স ডেতে নিজের বাবা ও ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন শিখর ধাওয়ান।

ধোনি-জিভা

ধোনি-জিভা

চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ধোনি ও জিভার খুনসুটির মুহূর্তে পোস্ট করে ফার্দাস ডে'র শুভেচ্ছা জানানো হয়েছে।

রোহিতের পোস্ট

রোহিতের পোস্ট

ফাদার্স ডেতে বাবার সঙ্গে ছবি পোস্ট করে আমার প্রথম হিরো লিখেছেন রোহিত শর্মা।

১৯৯৬-র লর্ডসে বন্ধু দ্রাবিড়েরও শতরান চেয়েছিলেন সৌরভ, না হওয়ায় হতাশ মহারাজ১৯৯৬-র লর্ডসে বন্ধু দ্রাবিড়েরও শতরান চেয়েছিলেন সৌরভ, না হওয়ায় হতাশ মহারাজ

English summary
Father’s Day 2020: Sachin Tendulkar,Rohit Sharma,Hardik Pandya-Sports Fraternity Share post picture with Dads
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X