For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি বিসিসিআই-র প্রাক্তন প্রধানের কন্যা

তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হলেন বিসিসিআই-র প্রাক্তন প্রধান এন শ্রীনিবাসনের কন্যা রূপা গুরুনাথ। বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হলেন বিসিসিআই-র প্রাক্তন প্রধান এন শ্রীনিবাসনের কন্যা রূপা গুরুনাথ। বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। বিসিসিআই-র অন্তর্গত কোনও রাজ্য ক্রিকেট বোর্ডে এর আগে কোনও মহিলাকে বসতে দেখা যায়নি।

রূপার নির্বাচন

রূপার নির্বাচন

তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচনের জন্য বুধবার শেষ মনোনয়ন জমা নেওয়া হয়। ওই পদে রূপা গুরুনাথ ছাড়া আর কারও মনোনয়ন জমা পড়েনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হন বিসিসিআই-র প্রাক্তন প্রধান এন শ্রীনিবাসনের কন্যা। টিএনসিএ-র ৮৭তম বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম মহিলা ও বিতর্ক

প্রথম মহিলা ও বিতর্ক

প্রথম মহিলা হিসেবে বিসিসিআই-র অন্তর্গত কোনও রাজ্য ক্রিকেট বোর্ডের মাথায় বসলেন রূপা গুরুনাথ। ইতিহাসে নাম লেখালেন তিনি। উল্লেখ্য, ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে রূপার স্বামী গুরুনাথ মেইয়াপ্পানকে আজীবন নির্বাসন করা হয়েছিল। তাই টিএনসিএ-র মাথায় শ্রীনাবসন কন্যার আরোহনকেও তির্যক চোখে দেখছেন অনেকে।

সিওএ-র অভিযোগ ও সুপ্রিম কোর্টের রায়

সিওএ-র অভিযোগ ও সুপ্রিম কোর্টের রায়

উল্লেখ্য, তামিলনাড়ু ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বিসিসিআই-র সংবিধান না মানার অভিযোগ আনে সুপ্রিম কোর্ট মনোনিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। এই ইস্যুতে টিএনসিএ-র বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলাও করা হয়। সেই মামলার এক অন্তবর্তী রায়ে সুপ্রিম কোর্ট জানায় যে কেবল অফিস বেয়ারার পদের নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। তবে ভোটের ফল আদালতের সম্মতিতে প্রকাশ করতে হবে। সে অনুযায়ী রূপা গুরুনাথের জয়ও সুপ্রিম কোর্টে বিবেচনাধীন।

English summary
Former BCCI chief's daughter elected TNCA President
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X