For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হ্যাপি বার্থ ডে ধোনি, মাহির ৩৯ তম জন্মদিনে 'হেলিকপ্টার' শুভেচ্ছা বিসিসিআইয়ের

হ্যাপি বার্থ ডে ধোনি, মাহির ৩৯ তম জন্মদিনে 'হেলিকপ্টার' শুভেচ্ছা বিসিসিআইয়ের

  • |
Google Oneindia Bengali News

হ্যাপি বার্থ ডে ধোনি। আজ ৩৯ বছরে পা রাখলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ঘড়ির কাঁটা ১২ টা ছোঁয়ার পরই সোশ্যাল মিডিয়ায় মাহির জন্মদিন পালনের উৎসব। করোনা পরিবেশে কেকে কেটে নয়, নেট নাগরিকরা এবার ধোনির জন্মদিনে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে 'গুরু'-কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এদিন বিশ্বের অন্যতম সফল অধিনায়কের জন্মদিনে বিশেষ টুইটে শুভেচ্ছা জানাল।

বিসিসিআইয়ের শুভেচ্ছা

বিসিসিআইয়ের শুভেচ্ছা

বোর্ডের পক্ষ থেকে এদিন টুইট করে ফ্যানেদের সঙ্গে ধোনির জন্মদিন সেলিব্রেশনের আনন্দ ভাগ করে নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের টুইটে লেখা হয়েছে, 'একজন ক্রিকেটার, যিনি বছরের পর বছর ভারতীয়দের মুখে হাসি ফুটিয়ে চলেছেন। জন্মদিনের শুরুটা ধোনির বিধ্বংসী ছক্কা দেখে শুরু করা যাক।'

ধোনির জন্মদিনে ৭০ সেকেন্ড ভিডিও প্রকাশ বিসিসিআইয়ের

ধোনির জন্মদিনে ৭০ সেকেন্ড ভিডিও প্রকাশ বিসিসিআইয়ের

মাহির হাঁকানো বাছাই করা বিধ্বংসী ছক্কাগুলি নিয়ে ৭০ সেকেন্ডে ভিডিও তৈরি করে বোর্ড ধোনির জন্মদিনে পোস্ট করেছে। ১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওতে মাহির লম্বা লম্বা ছক্কা হাঁকানোর ভিডিও রাখা হয়েছে। যার শেষটায় ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাঁকানো একটি ছক্কার ভিডিও রেখেছে বিসিসিআই। যেখানে মিচেল স্টার্কের বোলিংয়ের বিরুদ্ধে ধোনির হাঁকানো ছক্কা দেখে বিরাট বাইশ গজে অধিনায়ক বিরাট অবাক দৃষ্টিতে বল গ্যালারিতে আছড়ে পড়তে দেখেছিলেন।

ধোনিকে শুভেচ্ছা আইসিসির

ধোনিকে শুভেচ্ছা আইসিসির

আইসিসির টুইটে ধোনিকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এম এস ধোনিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে টুইটে ২০০৭ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ, ২০১১ পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্তের উল্লেখ করে জন্মদিনে ক্যাপ্টেন ধোনির সাফল্যের কীর্তির কথা উল্লেখ করেছে আইসিসি।

চেন্নাই সুপার কিংসের শুভেচ্ছা

চেন্নাই সুপার কিংসের শুভেচ্ছা

কাপ্তানের জন্মদিন বলে কথা, তাই এদিন হলুদ আর্মির এক ফ্যানের আঁকা বিশেষ ছবি পোস্ট করেই থালাইভাকে বার্থ ডে শুভেচ্ছা জানাল চেন্নাই সুপার কিংস। দুই ফ্রেমের ছবির প্রথমটিতে ২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনির ছক্কা হাঁকানো আঁকা রয়েছে। পাশাপাশি দ্বিতীয় ফ্রেমে ধোনির ব্যাট ছুঁয়ে বল গ্যালারিতে হেলিকপ্টার রূপে আঁছড়ে পড়ছে দেখানো হয়েছে।

English summary
Former Indian Captain Mahendra Singh Dhoni turns 39, BCCI special wish to mahi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X