For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হ্যাপি বার্থ ডে ঋষভ পন্থ, দলের বাইরে থেকেও সচিনের পর গড়লেন এই কীর্তি

ঘরোয়া ক্রিকেট থেকে দিল্লির আইপিএল দল হয়ে আন্তর্জাতিক ক্রিকেট। তরুণ ঋষভ কয়েক বছরেই ফ্যানেদের মনে জায়গা করে নিতে পেরেছেন। তাঁর আলাদা নির্দিষ্ট একটি ফ্যানবেস রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

হ্যাপি বার্থ ডে ঋষভ পন্থ। আজ ২২ বছরে পা দিলেন ভারতের তরুণ বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটসম্যান। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানাল নেটদুনিয়া।

ঘরোয়া ক্রিকেট থেকে দিল্লির আইপিএল দল হয়ে আন্তর্জাতিক ক্রিকেট। তরুণ ঋষভ কয়েক বছরেই ফ্যানেদের মনে জায়গা করে নিতে পেরেছেন। তাঁর আলাদা নির্দিষ্ট একটি ফ্যানবেস রয়েছে। বিশ্বকাপে নির্বাচকরা তাঁকে দলে না নিলে সোশ্য়াল মিডিয়ায় অনেকেই পন্থের হয়ে লিখেছিলেন। পরে শিখর ধাওয়ান চোট পেতে বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন পন্থ। এই মুহূর্তে অবশ্য ব্যাট হাতে ফর্মে নেই পন্থ। সেকারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে বাদ পড়েছেন।

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পর গড়লেন এই কীর্তি

প্রোটিয়াদের বিরুদ্ধে দলের বাইরে থাকলেও রেকর্ড গড়ে ফেললেন পন্থ। কী সেই রেকর্ড? দেশের হয়ে এখনও পর্যন্ত ১১টি টেস্ট ম্যাচে পন্থ ৭৫৪ রান হাঁকিয়েছেন। ঝুলিতে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। টেস্টে এই মুহূর্তে পন্থের ব্যাটিং গড় ৪৪.৩৫।

২২ বছরে পা রাখার আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটিং গড় সচিন তেন্ডুলকরের (অন্তত ১০ টেস্ট খেলে)। ২২ এর গণ্ডি ছোঁয়ার আগে সচিনের ব্যাটিং গড় ছিল ৫৩.৭। ভারতীয়দের মধ্যে সচিনের পরেই এই পরিসংখ্যানে দু'নম্বরে পন্থ(৪৪.৩৫) তিন নম্বরে রয়েছেন কপিল দেব। ২২ বছরের গণ্ডি ছোঁয়ার আগে টেস্ট তাঁর ব্যাটিং গড় ছিল ৩২.৬।

একনজরে পন্থের আন্তর্জাতিক কেরিয়ার

১১ টি টেস্ট খেলে সংগ্রহ ৭৫৪ রান। সর্বোচ্চ ১৫৯ রান। দুটি সেঞ্চুরি ও ২টি অর্ধশতরান রয়েছে।দেশের হয়ে ১২টি ওডিআইয়ে সংগ্রহ ২২৯ রান।সর্বাচ্চ ৪৮। আর নীল জার্সিতে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে সংগ্রহ ৩২৫ রান। সর্বোচ্চ ৬৫রান।

আইপিএল কেরিয়ার

আইপিএলে দিল্লির জার্সিতে ৫৪ ম্যাচ খেলে সংগ্রহ ১৭৩৬ রান। সর্বোচ্চ ১২৮ রান। ১টি শতরান ও ১১টি অর্ধশতরান রয়েছে পন্থের।

English summary
Happy Birthday Rishabh Pant turns 22, Second Only after Sachin Tendulkar in this statistics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X