For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভ জন্মদিন বিরাট! জন্মদিনে চিঠির পাতায় ১৫ বছরের চিকুর সঙ্গে কথা বললেন ৩১-র কোহলি

হ্যাপি বার্থ ডে বিরাট। ৩১ শে পা দিলেন দেশের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের জন্মদিন উপলক্ষ্য তাঁর অগুণিত ক্রিকেটভক্তদের কাছে আজ উৎসবের আবহ।

  • |
Google Oneindia Bengali News

হ্যাপি বার্থ ডে বিরাট। ৩১ শে পা দিলেন দেশের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের জন্মদিন উপলক্ষ্যে তাঁর অগুণিত ক্রিকেটভক্তদের কাছে আজ উৎসবের আবহ। ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ছবির কোলাজের ঝড়। কোথাও খুদে বিরাটের ছোট বেলার বন্দুক ধরার ছবি পোস্ট করে কেউ উইস করেছেন। কেউ আবার রানমেশিন বিরাটের জয়গান গেয়ে ২০২০-র বিশ্বকাপে তাঁর হাতে ট্রফি দেখতে চাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। জন্মদিনে আবেগঘন এমন শুভেচ্ছা দেখে আপ্লুত কিং কোহলি।

জন্মদিনে অনুপ্রেরণা দিলেন বিরাট

জন্মদিনে অনুপ্রেরণা দিলেন বিরাট

জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পাল্টা ফ্যানদের জন্য উপহার দিলেন ভিকে। দুনিয়ার কাছে ক্রিকেট আইকনের পাশাপাশি বড় অনুপ্রেরণা বিরাট। জন্মদিনেও হাজার হাজার ভক্তদের অভিনব উপায়ে অনুপ্রেরণা দিয়ে গেলেন ভিকে।

১৫ বছরের চিকুকে চিঠি ৩১ এর বিরাটের

১৫ বছরের চিকুকে চিঠি ৩১ এর বিরাটের

এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় টুইটে নিজেই নিজেকেই একটি চিঠি লিখেছেন বিরাট। সেই চিঠিতে ১৫ বছর বয়সের বিরাটকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন ৩১ এর বছরের কোহলি।

চিঠির শুরুতে বিরাট লেখেন, 'প্রিয় চিকু, জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এখন তুমি অনেকটা ছোট। কেরিয়ার নিয়ে তোমার জীবনে অনেক অনেক প্রশ্ন রয়েছে। সেগুলি নিয়ে আজ কোনও কথা বলব না। জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে থাকে, কেউ আগে থেকে বলতে পারে না। এটুকু বলব, প্রতিটি দিনকে তোমার জীবনের চ্যালেঞ্জ হিসেবে দেখ। একটা খারাপ দিন গেলে সেটায় ভেঙে না পড়ে, সেটাকে সুযোগ হিসেবে দেখ। সেটাই তোমার কাছে সবচেয়ে বড় সুযোগ! আর হ্যাঁ, লক্ষ্য নিয়ে হতাশ হও না। লক্ষ্যে পৌঁছানোর জার্নিটা এনজয় করো। দেখবে তুমি নিজের সেরাটা দিতে পারবে। '

'হারের পর উঠে দাঁড়তে ভুলো না'

'হারের পর উঠে দাঁড়তে ভুলো না'

ছোট্ট চিকুকে বিরাট আরও বলেছেন, 'জন্মদিনে তুমি একটাই প্রমিস করো যে, কোনও দিনও ভেঙে পড়বে না। প্রতিটি মানুষ প্রতিদিন হারছে, কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে। হারের পর উঠে দাঁড়তে ভুলো না। আর কোনও সুযোগকে অবহেলা করো না।প্রথম সুযোগে কোনও কাজ না হলে বারবার তার জন্য চেষ্টা করে যাও।'

পছন্দ ও অপছন্দের বার্তা

হাজার হাজার ছোট্ট চিকুর জন্য বিরাটের আরও বার্তা, তুমি সবার কাছে পছন্দের হতে পারো না! কিছু লোক তোমায় পছন্দ করবে। আবার কিছু লোক তোমায় অপছন্দ করবে। তুমি সেই নিয়ে ভাবতে বসো না। তুমি তোমার উপর আত্মবিশ্বাস রাখ। সেটাই জয়ের পথে তোমার সেরা হাতিয়ার।

জন্মদিন বাবাকে নিয়ে আবেগঘন বিরাট

জন্মদিন বাবাকে নিয়ে আবেগঘন বিরাট

ক্রিকেট কেরিয়ারে শুরুর দিকেই বাবাকে হারিয়েছেন ভিকে। এখনও তিনি বাবাকে কতটা মিস করেন একাধিক ইন্টারভিউয়ে তা তিনি স্বীকার করে নিয়েছেন। জন্মদিনের চিঠিতে এবার বিরাট চিকুর জন্য লিখেছেন, 'আজ বাবা তোমায় জন্মদিনে সেই পছন্দের জুতোটা গিফ্ট না করায় মন খারাপ করো না। বাবার আদরের কাছে ওগুলো কিছুই নয়। বাবাকে জানাও তাঁকে তুমি কতটা ভালোবাসো। '

চিঠির শেষ অংশ

চিঠির শেষ অংশ

চিঠির শেষে বিরাট লিখেছেন, 'শেষে এটাই বলব, নিজের মনকে ফলো করো। তোমার স্বপ্নকে চেজ করে যাও। সেটাই একদিন পার্থক্য গড়ে দেবে।'

ছবি সৌজন্যে বিরাটের টুইটার ও ইনস্টাগ্রাম

English summary
Happy Birthday Virat kohli, turns 31 today, shares a inspirational messege to fans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X