For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উদ্বেগে গৃহবন্দি, বিশ্বকাপ জিতে সচিনের ডান্সের গল্প শোনালেন হরভজন

করোনা উদ্বেগে গৃহবন্দি, বিশ্বকাপ জিতে সচিনের ডান্সের গল্প শোনালেন হরভজন

  • |
Google Oneindia Bengali News

করোনা উদ্বেগে গৃহবন্দি ক্রিকেট দুনিয়া। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এখন গৃহবন্দি থাকাই উপযুক্ত বলছে বিশেষজ্ঞমহল। এই পরিস্থিতিতে গৃহবন্দি ভারতীয় ক্রিকেট তারকারা।

ঘরে বন্দি অবস্থায় কেউ ভিডিওর মাধ্যমে ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কেউ আবার ইনস্টাগ্রামের মাধ্যমে সতীর্থ বা প্রাক্তনদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। এবার লকডাউনে গৃহবন্দি পরিস্থিতিতে ফ্যানেদের সঙ্গে ক্রিকেট নিয়ে গল্প শেয়ার করলেন হরভজন সিং।

বিশ্বকাপ জয় ও সচিনের নাচ

বিশ্বকাপ জয় ও সচিনের নাচ

২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর সচিন তেন্ডুলকরের ডান্সের গল্প শুনিয়েছেন হরভজন সিং। ভা্জ্জি বলেছেন, বিশ্বকাপ জয় সচিনের কাছে স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করতে পেরে সচিন আবেগ ধরে রাখেননি। সেদিন চারপাশে যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সবার সঙ্গে সচিন ডান্স করেছিলেন। এর আগে সচিনকে এভাবে আমি কোনও দিনও দেখিনি। সচিন সবার সঙ্গে নাচছেন, ছবিটা আজও চোখের সামনে দেখতে পাই।

বিশ্বকাপ জয়ের ৯ বছর পূর্তি

বিশ্বকাপ জয়ের ৯ বছর পূর্তি

২০১১ সালে ২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত ২৮ বছর পর পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। চলতি বছর ভারতের বিশ্বকাপ জয়ের ৯ বছর পূর্তি গেল।

সচিনকে নিয়ে আরও যা বললেন ভাজ্জি

সচিনকে নিয়ে আরও যা বললেন ভাজ্জি

ভাজ্জি বলেছেন, 'সেই প্রথম সচিনকে দল ওভাবে নাচতে দেখেছিল। লোকে কী ভাবল বা কী ভাবতে পারে, সেই নিয়ে বিন্দুমাত্র দ্বিধাগ্রস্থ না হয়ে সেই প্রথমবার সচিন নিজকে মেলে ধরেছিলেন। সচিন ২২ বছর বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেয়ার অপেক্ষায় ছিলেন।

বিশ্বকাপ জিতে সচিনকে নিয়ে সতীর্থরা যা বলেছিলেন

বিশ্বকাপ জিতে সচিনকে নিয়ে সতীর্থরা যা বলেছিলেন

বিশ্বকাপ জেতার পর সচিনকে নিয়ে তাঁর জুনিয়র বিরাট কোহলি বলেন, ২৪ বছর ধরে সচিন দেশের ক্রিকেটকে বয়ে নিয়ে বেরিয়েছে। এবার আমরা সচিনের জন্যেই বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। এবার সচিন পাজিকে কাঁধে নিয়ে ঘোরার পালা।

English summary
Harbhajan Singh shares how Sachin Tendulkar danced after 2011 World Cup win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X