For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় কারণে আইপিএল বন্ধ নয়, উল্টে এই পথে হাঁটা হোক! চাইছেন তারকা ক্রিকেটার

করোনায় আটকে ক্রিকেট, এভাবেই হোক আইপিএল, ভারতীয় তারকা ক্রিকেটারের মত

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা থাবায় আটকে খেলার জগতরে প্রতিযোগিতা। মার্চের শুরু থেকে বিশ্বে করোনা ভাইরাস মহামারীর আকার নিয়েছে। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এখন তাই বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন পরিস্থিতি। আর এই লকডাউনে ক্রিকেট থেকে ফুটবল দুনিয়ার সমস্ত খেলা বন্ধ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২৬ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রেখেছে বিসিসিআই।

বন্ধ ক্রিকেট, ইনস্টাগ্রামে চলছে আড্ডা

বন্ধ ক্রিকেট, ইনস্টাগ্রামে চলছে আড্ডা

ক্রিকেট থেকে ছুটির কারণে ভারতীয় ক্রিকেট তারকারা এখন গৃহবন্দি রয়েছেন। আর এই ঘরবন্দি অবস্থায় সোশ্যাল মিডিয়ায় লাইভ চ্যাটে আড্ডায় মজেছেন বিরাটরা। বিরাট যেন কেভিন পিটারসনের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডা দেন। ঠিক তেমনি যুবরাজ-রোহিত, রোহিত-বুমরাহরা আড্ডা দিয়েছেন। এবার ইনস্টাগ্রাম ক্রিকেট নিয়ে হার্দিক-ক্রুণালের সঙ্গে আড্ডা দিলেন দীনেশ কার্তিক।

আইপিএল শুরু নিয়ে হার্দিকের মত

আইপিএল শুরু নিয়ে হার্দিকের মত

আড্ডায় করোনা উদ্বেগ কাটিয়ে ক্রিকেট শুরু হলে, রুদ্ধদ্বার আইপিএল অর্থাৎ গ্যালারিতে দর্শকশূন্য আইপিএলের পক্ষে মত দিয়েছেন হার্দিক-ক্রুণাল। হার্দিক বলেন, 'করোনার কারণে সবাই এখন গৃহবন্দি। মানুষ ধীরে ধীরে মরাল ডাউন হচ্ছে। এই অবস্থায় করোনা কাটিয়ে ক্রিকেট শুরু হলে ফাঁকা মাঠে আইপিএল হোক। অন্তত টিভিতে ক্রিকেট মানুষের মুখে হাসি ফোটাতে পারে। এর আগে রঞ্জিতে আমারা ক্রিকেটাররা তো ফাঁকা মাঠে খেলেছি। এবার আইপিএল না হয় তাই খেলব। ক্রিকেটের মধ্যে দিয়ে দর্শকদের মুখে হাসি ফোটানো আমাদের কাজ। '

মাঠের ক্রিকেটের বদলে ঘরেই ক্রিকেট

লকডাউনে মাঠে ক্রিকেট খেলার সুযোগ না থাকায় ঘরেই ভাই ক্রুণাল ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে হার্দিক ইন্ডোর ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছেন।

লকডাউনে টেবিল টেনিস

এছাড়া ভাই ক্রুণালকে নিয়ে বিছানাকে টেবিল টেনিস কোর্ট বানিয়ে হাত দিয়েই খেলা শুরু দিয়েছেন হার্দিক। এভাবেই করোনা লকডাউনে সেল্ফ কোয়ারেন্টাইন মুহূর্ত কাটাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার।

English summary
Hardik Pandya backs IPL behind closed door an option post CoronaVirus Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X