For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কে ক্রিকেটই যখন অনিশ্চিত! কোন ইঙ্গিতে বাইশ গজকে ধন্যবাদ জানিয়ে রাখলেন হার্দিক

করোনা আতঙ্কে ক্রিকেটই যখন অনিশ্চিত! কোন ইঙ্গিতে বাইশ গজকে ধন্যবাদ জানিয়ে রাখলেন হার্দিক

  • |
Google Oneindia Bengali News

করোনা আতঙ্কে বন্ধ ক্রিকেট। বিশ্বজুড়ে খেলার দুনিয়ায় তালা ঝুলছে। করোনা মহামারীর মাঝে ফুটবলের দামামা বেজে গেলেও ক্রিকেট এখনও শুরু করা যায়নি। প্রাণঘাতী ভাইরাসের বিশ্বব্যাপী আতঙ্কে গৃহবন্দি ক্রিকেট দুনিয়া। সেই তালিকায় ব্যতিক্রম নন হার্দিক পান্ডিয়াও।

কবে শুরু হবে ক্রিকেট, জল্পনা চলছে

কবে শুরু হবে ক্রিকেট, জল্পনা চলছে

করোনার থাবা কাটিয়ে কবে ক্রিকেট শুরু হবে সেই নিয় জল্পনা অব্যহত। করোনা ধাক্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপর ভারতের অস্ট্রেলিয়া সফর হওয়া নিয়েও আশঙ্কা রয়েছে। এবছরের ক্রিকেট সূচির সব টুর্নামেন্ট নিয়েই ধোঁয়াশা রয়েছে।

নস্ট্যালজিক হার্দিক

নস্ট্যালজিক হার্দিক

করোনা নিয়ে উদ্বেগের মাঝে বাইশ গজ নিয়ে নস্ট্যালজিক হার্দিক পান্ডিয়া। জাতীয় দলের অলরাউন্ডার ভাইরাস উদ্বেগে গৃহবন্দি রয়েছেন। লকডাউনে থাকার মাঝে এবার ঘরোয়া ক্রিকেটে তাঁর ব্যাটিংয়ের ভিডিয়ো ক্লিপ পোস্ট করে স্মৃতি রোমন্থন করলেন হার্দিক।

সোশ্যাল মিডিয়ায় হার্দিক যা লিখেছেন

পোস্টের ক্যাপশন হার্দিক লিখেছেন, 'এই ভিডিওটা ঘরোয়া ক্রিকেটে আমার প্রথম বছরের। লকডাউনে ভিডিওটা দেখছিলাম আর পুরনো দিনগুলো মনে পরছিল। ক্রিকেট জীবনের শুরুর এই দিনগুলেরা স্মৃতি আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে। এটাই আমার প্রথম মঞ্চ। এখান থেকে ধাপে ধাপে আইপিএল, সেখান থেকে দেশের জার্সিতে ক্রিকেট থেকে। আজ যা কিছু রয়েছে সবটুকু ক্রিকেটের জন্য। বাইশ গজকে ধন্যবাদ।'

ভারতীয় ক্রিকেটে হার্দিকের পথ চলা

ভারতীয় ক্রিকেটে হার্দিকের পথ চলা

২০১৫ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছন হার্দিক পান্ডিয়া। সেখান থেকেই এই ডান হাতি অলরাউন্ডারের উত্থান। এরপর ২০১৬ সালে দেশের জার্সি গায়ে চাপিয়েছেন। ২০১৬ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ, ২০১৯ পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ খেলেছেন পান্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলে অলরাউন্ডার হিসেবে প্রথম পছন্দ হার্দিক।একদিনের ক্রিকেটে ৫৪ টি, টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০ টি ও ১১ টেস্ট খেলেছেন পান্ডিয়া।

English summary
Hardik Pandya Gets Nostalgic amid Corona Lockdown, Shares Throwback Video From His Domestic Cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X