For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাসিম আমলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাসিম আমলা

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন হাসিম আমলা। কয়েক দিন আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তাঁরই দক্ষিণ আফ্রিকান সতীর্থ ডেল স্টেইন। বৃহস্পতিবার আমলা সব ধরনের ক্রিকেটকে আলবিদা জানানোয় প্রোটিয়া শিবিরে আরও এক তারকার আসন শূণ্য হল।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাসিম আমলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার বার্তা নিজের সোশ্যাল অ্যাকাউন্টে দেন হাসিম আমলা। সেই সঙ্গে লেখেন, এত বছর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের অংশ থাকতে পেরে তিনি গর্বিত। সুদীর্ঘ সময়ে ক্রিকেট তাঁকে অনেক কিছু শিখিয়েছে বলে জানিয়েছেন ডান হাতি ব্যাটসম্যান। অনেক নতুন বন্ধু পেয়েছেন তিনি। এই জায়গায় পৌঁছতে পারার কৃতিত্ব তাঁর পরিবার ও ভক্তদের দিয়েছেন হাসিম আমলা। সবশেষে দক্ষিণ আফ্রিকাকে সিয়াবংগা বা ধন্যবাদ জানানোর পাশাপাশি বিশ্বের জন্য শান্তি প্রার্থনা করেছেন প্রোটিয়া ব্যাটসম্যান।

২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হাসিম আমলার। দীর্ঘ ১৫ বছরে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলে ৩৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডান হাতি ব্যাটসম্যান। সবমিলিয়ে করেছেন ১৮০০০ রান। ৫৫টি শতরান ও ৮৮টি অর্ধ শতরান এসেছে আমলার ব্যাট থেকে।

টেস্টে ৪৬.৪১-র গড়ে ৯২৮২ এবং ওয়ান ডে-তে ৮১১৩ রান রয়েছে আমলার ঝুলিতে। ওয়ান ডে-তে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০০, ৬০০০ ও ৭০০০ রানের মাইলস্টোন টপকেছেন প্রাক্তন প্রোটিয়া। ওয়ান ডে-তে সবচেয়ে দ্রুত ১০টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন আমলা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া ক্রিকেট খেলবেন বলেই জানিয়েছেন ৩৬ বছরের হাসিম আমলা। তাঁকে লেজেন্ডের আখ্যা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

English summary
Hasim Amla announced his retirement, will play domestic cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X