For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছয় মাসেরও কম সময়ে দুটি আইপিএল, বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই

ছয় মাসেরও কম সময়ে দুটি আইপিএল, বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

করোনাকালে মার্চ থেকে পিছিয়ে সেপ্টেম্বরে হচ্ছে আইপিএল। সব কিছু ঠিক ঠাক থাকলে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত আমিরশাহীতে আইপিএল টুর্নামেন্ট হওয়ার পরিকল্পনা। টুর্নামেন্ট শুরু নিয়ে উন্মদনার পারদ যখন তুঙ্গে তখন পরের বছরের আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড।

ছয় মাসেরও কম সময়ে দুটি আইপিএল

ছয় মাসেরও কম সময়ে দুটি আইপিএল

চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ১৩ তম আইপিএলের আসর বসার পর ২০২১ সালে ফের মার্চ-এপ্রিলে আইপিএল শুরু হবে। সেক্ষেত্রে ছয় মাসেরও কম সময়ের মধ্যে দুটি আইপিএল হতে চলেছে।

আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

সময়ের অভাবের এই কারণে পরের বছরের আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। বোর্ড সূত্রে খবর আগামী বছর আইপিএলের নিলাম স্থগিত রাখা হতে পারে। পরবর্তী আইপিএলের আসরেও ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রায় একই দল ধরে রাখতে হতে পারে।

বোর্ড সূত্রে যা জানা গিয়েছে

বোর্ড সূত্রে যা জানা গিয়েছে

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, 'দুটি আইপিএলের মাঝে সময়ের অভাব। ঠিকমতো পরিকল্পনা করারই সময় পাওয়া যাবে না। নিলাম হবেই বা কী করে? আপাতত ২০২১ সালের আইপিএলেও ফ্র্যাঞ্চাইজিদের এবারের একই দল নিয়েই খেলতে হবে। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে বিসিসিআই।'

ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর

ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর

ফ্র্যাঞ্চাইজি গুলির অন্দরে কান পাতলে তারা বোর্ডের এই সিদ্ধান্তকে মেনে নিতে রাজি বলে শোনা যাচ্ছে। সময়ের অভাব থাকায় নিলাম হলে, সেক্ষেত্রে কোনও ফ্র্যাঞ্চাইজিই উপযুক্ত পরিকল্পনা করতে পারবে না বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে করোনা ধাক্কায় বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। একেই বিদেশের মাটিতে আইপিএল,হোটেল থেকে কোভিড পরীক্ষা! সঙ্গে বায়ো সিকিউর নিরাপত্তার জন্য বিপুল খরচ। এরপর নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলি নিলামে অংশ নিয়ে ক্রিকেটার কেনার আগ্রহ নাও দেখাতে পারে বলেও শোনা যাচ্ছে।

দন্তকান্তি ফ্যান বক্স,চার-ছক্কায় প্রাণায়াম! পতঞ্জলি স্পনসর হলে কেমন হবে আইপিএল,নেটিজেনদের টিপ্পনিদন্তকান্তি ফ্যান বক্স,চার-ছক্কায় প্রাণায়াম! পতঞ্জলি স্পনসর হলে কেমন হবে আইপিএল,নেটিজেনদের টিপ্পনি

English summary
Here is Why BCCI likely to shelve IPL auction 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X