For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাদা দাড়ি, চুল উসকো, লকডাউনে একী হাল লিটল মাস্টারের!

সাদা দাড়ি, চুল উসকো, লকডাউনে একী হাল লিটল মাস্টারের!

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনে স্তব্ধ বিশ্ব। খেলার মাঠ বন্ধ। ভারতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত। আন্তর্জাতিক ক্রিকেটেও এখন তালা ঝুলছে। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের মতো ধারাভাষ্যকাররাও বাড়িতে বসেই করোনামুক্ত নতুন পৃথিবী দেখার প্রার্থনা করছেন। এর মাঝেই ভাইরাল সাদা দাড়ির লিটল মাস্টার!

উসকে খুসকো চুল, মুখে ক্লান্তি!

উসকে খুসকো চুল, মুখে ক্লান্তি!

লকডাউনের মাঝে লিটল মাস্টার সুনীল গাভাসকরের একমুখ সাদা দাড়িওয়ালা ছবি ভাইরাল হয়েছে। যেখানে উসকো-খুসকো চুল, সঙ্গে গাভাসকরের মুখে ক্লান্তির ভাব পরিষ্কার। এক ভিডিওতে তাঁকে এমন অবস্থায় দেখা যায়।

ওজন কমে গিয়েছে

ওজন কমে গিয়েছে

এক অনলাইন সাক্ষাৎকার দিচ্ছিলেন গাভারকর। এখন লকডাউনে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম চ্যাটের জনপ্রিয়তা বেড়েছে। এই মধ্যে বিরাট কোহলি-রোহিত-যুবরাজ-চাহালদের আড্ডা দিতে দেখা গিয়েছে। এমন এই ক্রিকেটীয় আড্ডায় বক্তব্য রাখছিলেন গাভাসকর। যেখানে তাঁর লকডাউন কেমন কাটছে সুনীল জানিয়েছেন। সবের মাঝে সুনীল এও জানিয়েছেন এই লকডাউনে তাঁর ওজন অনেকটাই কমে গিয়েছে।

লকডাউনে সুনীলের দিনের রুটিন কী

লকডাউনে সুনীলের দিনের রুটিন কী

সাক্ষাত্‍কারে সুনীল জানিয়েছেন, 'এখন নিয়ম মেনে কিছুই করা হচ্ছে না। চারিদিকে পরিস্থিতি খুবই খারাপ। এখন লকডাউন জরুরি। এই দিনগুলোতে এখন দেরিতে ঘুম থেকে উঠছি। তবে বয়স হয়েছে, শরীরের প্রতি যত্ন নিতেও হবে। সকালে হয় না বলে বিকেলের দিকে ছাদে হাঁটাহাঁটি করছি। সকালে দেরি করে ঘুম থেকে উঠি, তারপর খাওয়া-দাওয়া, রান্না-বই পড়া নিয়ে থাকি। তবে এখন বেশ অলস জীবন কাটাচ্ছি। খাওয়ার পরিমাণও কমিয়ে দিয়েছি।'

কেন খাওয়া কমানো জরুরী, কী মত সুনীলের

কেন খাওয়া কমানো জরুরী, কী মত সুনীলের

সুনীল গাভাসকার আরও বলেন, 'লকডাউনে কোনও পরিশ্রম হচ্ছে না। হাঁটাহাঁটি বন্ধ। তাই খাবার খেলেই হবে না শরীরের যত্ন নেওয়াটা দরকার। এখন ডায়েটে বদল ঘটেছে। পরিশ্রম কম হচ্ছে বলে খাওয়া-দাওয়া একটু কম করতে হচ্ছে। ডায়েট চাট বেশ কড়াই রাখতে হচ্ছে। বাড়িতে টিভিতে কিছু সিরিয়াল, ক্রিকেট আর আড্ডা এভাবেই নিজেকে ব্যস্ত রেখেছি।'

কেন চেহারার এমন বদল!

কেন চেহারার এমন বদল!

লকডাউনে চেহারার বদলে যাওয়ার পিছনে কারণে রয়েছে বললেন সানি। জুড়েছেন, ' ওজন কমে যাওয়ায় কারণেই এখন দেখতে খারাপ লাগছে। ১৯৭১ সালে প্রথম টেস্ট ম্যাচের সময় যে ওজন তাঁর ছিল, বর্তমানে সেই ওজনের কাছে চলে এসেছি। দিনের শেষে ফিট থাকতে হবে তো!'

করোনা যোদ্ধা সুনীল

করোনা যোদ্ধা সুনীল

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ক্রিকেট কেরিয়ারের টেস্ট সেঞ্চুরির সংখ্যা মাথায় রেখে ৫৯ লক্ষ টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে দান করেছেন সুনীল গাভাসকার।

English summary
How Sunil Gavaskar enjoys life in Covid-19 lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X