For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ম্যাকগ্রাকে আমি দেখে নিচ্ছি' মিনি বিশ্বকাপে অধিনায়ক সৌরভকে আশ্বস্ত করে কেন বলেছিলেন সচিন

'ম্যাকগ্রাকে আমি দেখে নিচ্ছি' মিনি বিশ্বকাপে অধিনায়ক সৌরভকে আশ্বস্ত করে কেন বলেছিলেন সচিন

  • |
Google Oneindia Bengali News

২০০০ সালে মিনি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে 'ম্যাকগ্রাকে আমি দেখে নিচ্ছি', এই বলে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আশ্বস্ত করেছিলেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর।

সচিন যা বলেছেন

সচিন যা বলেছেন

এক সাক্ষাৎকারে সচিন বলেছেন, ' নাইরোবিতে ২০০০ সালে মিনি বিশ্বকাপের ঐ ম্যাচ ভোলার নয়। স্যাঁতস্যাঁতে পিচে ব্যাটিং করা খুব কঠিন ছিল। উইকেটে বোলারদের জন্য জান ছিল।'

ম্যাকগ্রাকে নিয়ে পরিকল্পনা

ম্যাকগ্রাকে নিয়ে পরিকল্পনা

এরপর সচিন জুড়েছেন অস্ট্রেলিয়ার হয়ে ম্যাকগ্রা প্রথম ওভারটা করার পরই সৌরভকে বলি আমি আমি দেখে নিচ্ছি। আমি ধরেই নিয়েছিলাম, ম্যাকগ্রাকে জব্দ করতে গেলে অন্য ধরনের কিছু ভাবতে হবে। ওর সঙ্গে বাক্য বিনিময়ও হয়েছিল। ঝুঁকিপূর্ণ কয়েকটি শটও খেলেছিলাম। কাউন্টার অ্যাটাকে দ্রুত রান করাই আমাদের পরিকল্পনা ছিল।'

ম্যাকগ্রাকে রাগিয়ে দেওয়ার পরিকল্পনা

ম্যাকগ্রাকে রাগিয়ে দেওয়ার পরিকল্পনা

সচিন সাক্ষাৎকারে বলেছেন, 'গ্রেন ম্যাকগ্রার মতো বোলারকে বিভ্রান্ত করে দেওয়াই লক্ষ্য ছিল। যেটা সেদিন আমি ঠিকঠাক পরিকল্পনামাফিক করেছিলাম। ওকে চটিয়ে দেওয়ায় অফ স্টাম্পের বোলিংয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিল। রেগে যেতেই অফের বদলে বডিতে বল করতে শুরু করে। ফলে দ্রুত অজি দলের বিরুদ্ধে ৩৮ রান করেছিলাম। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ঐ রানগুলোই ম্যাচ জিততে সাহায্য করে। '

ম্যাচের ফল

ম্যাচের ফল

ম্যাচে সেদিন ৩৭ বলে সচিন ৩৮ রান হাঁকিয়েছিলেন। লিটল মাস্টার সেদিন ৩টি চার ও ৩টি ছয় হাঁকান। ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ভারত ২৬৫ রান তোলে। অজিরা এরপর ২৪৫ রানে অলআউড হয়েছিল। ২০ রানে কোয়াটার ফাইনাল জিতে টুর্নামেন্টে এগিয়ে ছিল ভারত।

English summary
I’ll go after McGrath,Sachin Tendulkar reveals plan with sourav ganguly to counter aus in ICC champions trophy 2000
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X