
বিরাট কোহলি - দুই দলের অধিনায়ক
২০১৮ সালে ১৩ টেস্ট খেলে, ৫টি শতরান-সহ ৫৫.০৮ গড় নিয়ে বিরাট কোহলি ১৩২২ রান করেছেন। আর ওডিআই-তে ১৪ ম্য়াচে করেছেন ৬ শতরান-সহ ১৩৩.৫৫ রানের বিস্ময়কর গড়ে ১২০২ রান। কাজেই দুই দলেই তাঁর জায়গা পাওয়া সুনিশ্চিত ছিল। ভোটিং অ্যাকাডেমির অধিকাংশ সদস্যই দুই দলের অধিনায়কত্বের ভারও তাঁর হাতে দিতে চেয়েছেন।

জসপ্রিত বুমরা - দুই দলেই
কোহলি ছাড়া গত একবছরে সব ধরণের ক্রিকেটে ভারতের বোলিং-এর আক্রমণের নেতা হয়ে ওঠা জসপ্রিত বুমরাওআইসিরি বর্ষসেরা টেস্ট ও ও একদিনের - দুই দলেই জায়গা পেয়েছেন। একদিনের ক্রিকেটে তিনি এই মুহূর্তে ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন। এই বছরই দক্ষিণ আফ্রিকায় টেস্ট অভিষেক হওয়ার পর সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন।

ঋষভ পন্থ - সেরা উঠতি
২০১৮ সালের সেরা উঠতি ক্রিকেটার হিসেবে আইসিসি বেছে নিয়েছে ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে। টেস্ট একাদশেও উইকেটরক্ষক হিসেবে তিনিই সুযোগ পেয়েছেন। ইংল্য়ান্ডে অভিষেক সফরেই শে, টেস্টে তিনি শতরান করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলন দুটি ৯০-এর ঘরের ইনিংস। অস্ট্রেলিয়ায় ব্য়াটে রানের পাশাপাশি উিকেটের পিছনে ২০টি ক্যাচ ধরেছেন।

রোহিত শর্মা ও কুলদীপ যাদব - একদিনের দলে
সাদা বলের ক্রিকেটে রোহিত ও কুলদীপ দুজনেরই দারুণ বছর গিয়েছে। ভারতের একদিনের ক্রিকেটে সাফল্যের পিছনে দুজনেই অন্যতম প্রধান ভূমিকা নিয়েছেন। সেই পারফরম্যান্সের জোরে দুজনেই আইসিসি-র বর্ষসেরা একদিনের দলে জায়গা পেয়েছেন।

২০১৮ সালের আইসিসি টেস্ট একাদশ
টম ল্যাথাম (নিউজিল্যান্ড), দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক), হেনরি নিকোলস (নিউজিল্যান্ড), ঋষভ পন্থ (ভারত) (উইকেটরক্ষক), জেসন হোল্ডার (ওয়েস্টইন্ডিজ), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), নাথান লিওন (অস্ট্রেলিয়া), জসপ্রিত বুমরা (ভারত), মহম্মদ আব্বাস (পাকিস্তান)

২০১৮ সালের আইসিসির ওডিআই একাদশ
রোহিত শর্মা (ভারত), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক), জো রুট (ইংল্যান্ড), রস টেলর (নিউজিল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড) (উইকেটরক্ষক), বেন স্টোকস (ইংল্যান্ড), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কুলদীপ যাদব (ভারত), জসপ্রিত বুমরা (ভারত)