For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসির পুরস্কার, টেস্ট ওডিআই দুই দলেরই অধিনায়ক হলেন বিরাট - সেরা উঠতি ক্রিকেটের পন্থ

আইসিসি টেস্ট ও ওডিআই দুই দলেরই অধিনায়ক হলেন বিরাট কোহলি। এছাড়াও, আইসিসি এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন ঋষভ পন্থ।
 

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুবাইয়ে আইসিসি তাদের ২০১৮ সালের টেস্ট একাদশ ও একদিনের একাদশ দুই দলেরই অধিনায়ক হিসেবে বেছে নিলেন বিরাট কোহলিকে। গত ক্যালেন্ডার বর্ষে একটা দুর্ধর্ষ সময় গিয়েছে কোহলির। টেস্ট হোক বা একদিনের ক্রিকেট দুই ক্ষেত্রেই বিরাটের ধারেকাছে কেউ ছিলেন না। তবে শুধু বিরাটই নন, অধিনায়কের সঙ্গে সঙ্গে দুই দলেই জায়গা পেয়েছেন ভারতীয় দলের বেশ কয়েকজন সদস্য।

প্রতি ক্যালেন্ডার বর্ষের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই পুরস্কার দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। বিজয়ীদের বেছে নেয় আইসিসির ভোটিং অ্যাকাডেমি। প্রাক্তন ক্রিকেটার থেকে, সংবাদমাধ্যমের প্রতিনিধি, সম্প্রচারকরা থাকেন এই অ্যাকাডেমিতে।

বিরাট কোহলি - দুই দলের অধিনায়ক

বিরাট কোহলি - দুই দলের অধিনায়ক

২০১৮ সালে ১৩ টেস্ট খেলে, ৫টি শতরান-সহ ৫৫.০৮ গড় নিয়ে বিরাট কোহলি ১৩২২ রান করেছেন। আর ওডিআই-তে ১৪ ম্য়াচে করেছেন ৬ শতরান-সহ ১৩৩.৫৫ রানের বিস্ময়কর গড়ে ১২০২ রান। কাজেই দুই দলেই তাঁর জায়গা পাওয়া সুনিশ্চিত ছিল। ভোটিং অ্যাকাডেমির অধিকাংশ সদস্যই দুই দলের অধিনায়কত্বের ভারও তাঁর হাতে দিতে চেয়েছেন।

জসপ্রিত বুমরা - দুই দলেই

জসপ্রিত বুমরা - দুই দলেই

কোহলি ছাড়া গত একবছরে সব ধরণের ক্রিকেটে ভারতের বোলিং-এর আক্রমণের নেতা হয়ে ওঠা জসপ্রিত বুমরাওআইসিরি বর্ষসেরা টেস্ট ও ও একদিনের - দুই দলেই জায়গা পেয়েছেন। একদিনের ক্রিকেটে তিনি এই মুহূর্তে ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন। এই বছরই দক্ষিণ আফ্রিকায় টেস্ট অভিষেক হওয়ার পর সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন।

ঋষভ পন্থ - সেরা উঠতি

ঋষভ পন্থ - সেরা উঠতি

২০১৮ সালের সেরা উঠতি ক্রিকেটার হিসেবে আইসিসি বেছে নিয়েছে ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে। টেস্ট একাদশেও উইকেটরক্ষক হিসেবে তিনিই সুযোগ পেয়েছেন। ইংল্য়ান্ডে অভিষেক সফরেই শে, টেস্টে তিনি শতরান করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলন দুটি ৯০-এর ঘরের ইনিংস। অস্ট্রেলিয়ায় ব্য়াটে রানের পাশাপাশি উিকেটের পিছনে ২০টি ক্যাচ ধরেছেন।

রোহিত শর্মা ও কুলদীপ যাদব - একদিনের দলে

রোহিত শর্মা ও কুলদীপ যাদব - একদিনের দলে

সাদা বলের ক্রিকেটে রোহিত ও কুলদীপ দুজনেরই দারুণ বছর গিয়েছে। ভারতের একদিনের ক্রিকেটে সাফল্যের পিছনে দুজনেই অন্যতম প্রধান ভূমিকা নিয়েছেন। সেই পারফরম্যান্সের জোরে দুজনেই আইসিসি-র বর্ষসেরা একদিনের দলে জায়গা পেয়েছেন।

২০১৮ সালের আইসিসি টেস্ট একাদশ

২০১৮ সালের আইসিসি টেস্ট একাদশ

টম ল্যাথাম (নিউজিল্যান্ড), দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক), হেনরি নিকোলস (নিউজিল্যান্ড), ঋষভ পন্থ (ভারত) (উইকেটরক্ষক), জেসন হোল্ডার (ওয়েস্টইন্ডিজ), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), নাথান লিওন (অস্ট্রেলিয়া), জসপ্রিত বুমরা (ভারত), মহম্মদ আব্বাস (পাকিস্তান)

২০১৮ সালের আইসিসির ওডিআই একাদশ

২০১৮ সালের আইসিসির ওডিআই একাদশ

রোহিত শর্মা (ভারত), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক), জো রুট (ইংল্যান্ড), রস টেলর (নিউজিল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড) (উইকেটরক্ষক), বেন স্টোকস (ইংল্যান্ড), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কুলদীপ যাদব (ভারত), জসপ্রিত বুমরা (ভারত)

English summary
Virat Kohli named as the captain of both the ICC Test and ODI teams. Also. Rishabh Pant has won the ICC Emerging Player of the Year award.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X