For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটে লালার ব্যবহার নিষিদ্ধ করার পক্ষেই মত দিল অনিল কুম্বলে নেতৃত্বাধীন কমিটি

ক্রিকেটে লালার ব্যবহার নিষিদ্ধ করার পক্ষেই মত দিল অনিল কুম্বলে নেতৃত্বাধীন কমিটি

  • |
Google Oneindia Bengali News

বল চকচকে করতে লালার ব্যবহার নিষিদ্ধ করার পক্ষেই মত দিল লেজেন্ড অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসি-র ক্রিকেট কমিটি। কোনও অঘটন না ঘটলে করোনা পরবর্তী সময়ে এই নিয়মই যে বৈধ হতে চলেছে, তা প্রায় নিশ্চিত। সেক্ষেত্র বিকল্প ভাবনাও রয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ৪৮ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় ৯৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান সহ অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশেও করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে।

ক্রিকেটে লালার ব্যবহার

ক্রিকেটে লালার ব্যবহার

বিশেষজ্ঞদের মতে, মানুষের শরীরের শ্লেষ্মা এবং লালা থেকেই অপর কোনও ব্যক্তির শরীরে প্রবেশ করে মারণ করোনা ভাইরাস। সেক্ষেত্র ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আইসিসি যে কড়া হতে চলেছে, সে খবর আগেই পাওয়া যাচ্ছিল। এখনও পর্যন্ত যা খবর, সেই সিদ্ধান্তই কার্যকর হতে চলেছে।

আইসিসি ক্রিকেট কমিটির বৈঠক

আইসিসি ক্রিকেট কমিটির বৈঠক

সোমবার এই ইস্যুতে বৈঠকে বসেছিল লেজেন্ড অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি। ভিডিও কনফারেন্সিং-র মাধ্যমে হওয়া ওই বৈঠকে ক্রিকেট বল চকচকে করতে লালার ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে মত দেওয়া হয়েছে। একই সঙ্গে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার ক্ষেত্রে দুই নন-ন্যাচারাল আম্পায়ারের উপস্থিতি পক্ষেও মত দিয়েছে ওই কমিটি। নিজেদের সিদ্ধান্ত আইসিসি-র শীর্ষ পদাধিকারিদের কাছে পাঠিয়েছে অনিল কুম্বলে নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি।

পরিবর্তে কী

পরিবর্তে কী

পেসাররা যাতে সুইংয়ে বাড়তি সুবিধে পান, সেই কারণে দলের ক্রিকেটাররা মুখের লালা বা থুতু ব্যবহার করে বলের পালিশ চকচকে করেন। পরিবর্তে কৃত্রিম উপায়ে বল ঘষে চমকানো বা বল টেম্পারিং-র নিয়ম আইসিসি বৈধ করতে চলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। জানানো হয়েছে, লালার ব্যবহার বন্ধ করতে কৃত্রিম উপায়ে কীভাবে লাল বল চকচকে করা যায়, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে।

নতুন নিয়ম

নতুন নিয়ম

আইসিসি-র তরফ থেকে জানানো হয়েছে, এই নতুন রীতির রোড ম্যাপ তৈরি হতে কিছুটা হলেও সময় লাগবে। সেক্ষেত্রে বল চমকাতে ক্রিকেটাররা আইসিসি স্বীকৃত যে বস্তুই ব্যবহার করুক, তা ফিল্ড আম্পায়ারদের দেখানো এবং তাঁদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করতে চলেছে আইসিসি।

English summary
ICC cricket committee recommends prohibition of saliva to shine the ball amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X