For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙবে ১৪২ বছরের ঐতিহ্য! ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার হাত ধরে টেস্টে আসছে বড় পরিবর্তন

আসন্ন অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ১৪২ বছরের পুরনো টেস্ট ক্রিকেটের এক ঐতিহ্যকে ভাঙ্গতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

টেস্টের ১৪২ বছরের ইতিহাসে যা দেখা যায়নি, তাই দেখা যাবে আসন্ন অ্যাসেজ সিরিজে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের হাত ধরে টেস্ট ক্রিকেটা আসতে চলেছে বড় পরিবর্তন। বিশ্বকাপের পর অ্যাসেজ সিরিজ দিয়েই শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর এই সিরিজের প্রস্তাবিত পরিবর্তন মেনে এই প্রথমবার নাম ও নম্বর-ওয়ালা জার্সি পরে খেলা হবে টেস্ট ক্রিকেট।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার হাতে ভাঙবে ১৪২ বছরের ঐতিহ্য

এতদিন টেস্ট ক্রিকেটের পোশাক হিসেবে একেবারে সাদা বা ক্রিম-রঙা পোশাকই বুঝত ক্রিকেট বিশ্ব। সীমিত ওভারের ক্রিকেটের দার্সির মতো তাতে নাম বা নম্বর থাকত না। সম্প্রতি অবশ্য জার্সির বুকে বোর্ডের প্রতীকের তলায় সিরিজের নাম যোগ করা হয়। সেই সঙ্গে সেই দেশেৎ কততম খোলেয়াড় হিসেবে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছে তা লেখা থাকে টুপিতে।

অস্ট্রেলিয়া দল অবশ্য তাদের টেস্ট জার্সিতে ডান-হাতিদের ক্ষেত্রে জার্সির ডান-হাতায় ও বাঁ-হাতিদের ক্ষেত্রে বাঁ-হাতায় তাদের নামের আদ্যক্ষর লিখে দেয়। তবে গত বেশ কয়েকবছর ধরেই ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়াতে ঘরোয়া লাল বলের ক্রিকেটে সাদা জার্সির উপর নাম ও জার্সি নম্বর লেখার প্রথা চালু হয়েছে। এবার এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটেও।

আইসিসি টেস্ট ক্রিকেটকে যুগোপযোগী করে তুতে নানা ব্যবস্থা নিচ্চে। টেস্ট চ্যাম্পিয়নশীপ চালুর সঙ্গে সঙ্গে আরও যে কটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে এই জার্সি পরিবর্তনের বিষয়টি রয়েছে। এতে বিশুদ্ধবাদীরা আপত্তি তুলতে পারেন। তবে খেলার উপর এই বদলের কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।

English summary
England and Australia are set to break a 142 years old Test cricket tradition during upcoming Ashes series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X