
দলগত রেকর্ড
১৯৯/৩ - ভারত বনাম ইংল্যান্ড টি২০আই সর্বোচ্চ দলগত রান। চলতি বছরেই মুম্বইতে এই রানটি করেছিলেন ইংল্যান্ডের মহিলারা।
৮৮/৮ - ভারত বনাম ইংল্যান্ড টি২০আই সর্বোচ্চ দলগত রান। ২০১১ সালে ইংল্যান্ডের শক্তিশালী বোলিং-এর সামনে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে এর বেশি তুলতে পারেনি ভারত।

ব্যাটিং রেকর্ড
৩৫২ - ভারত বনাম ইংল্যান্ড টি২০ ম্যাচে সর্বোচ্চ রান করেছেন ভারতের মিতালি রাজ।
১২৪ - এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের ড্যানিয়েলা ওয়ায়েট-এর।
১৩ - ভারত-ইংল্যান্ড মহিলা টি২০ ম্যাচে মোট ১৩টি অর্ধশতরান হয়েছে, ৭টি করেছেন ব্রিটিশ মহিলারা, বাকি ৬টি এসেছে ঙারতীয়দের ব্যাট থেকে।

ছক্কার রেকর্ড
১৮ - ভারত-ইংল্যান্ড টি২০আই-তে মোট ১৮টি ছয় মারা হয়েছে। ১১টি মেরেছেন ইংরেজরা, ৭টি ভারতীয়রা।
৯ - ১৮টি ছয়ের ৯টিই এসেছিল দুই দলের একটি ম্যাচ থেকে। সেই ম্যাচে ইংল্যান্ড দল মেরেছিল ৬টি ছয়, ভারত ৩টি।
৫- ইংল্যান্ডের ৬টি ছয়ের ৫টিই মেরেছিলেন ড্যানিয়েলা ওয়ায়েট। এটিই ভারত বনাম ইংল্যান্ড টি২০ ম্যাচে এক ক্রিকেটারের ব্যাট থেকে আসা সর্বাধিক ছয়ের রেকর্ড।
৬ - মোট ৬টি ছয় মেরে ড্যানিয়েলাই দুই দলের মধ্যে ছয় মারার সংখ্য়ায় সবার উপরে রয়েছেন।

বোলিং রেকর্ড
১০ - ভারত বনাম ইংল্যান্ড টি২০আই ম্যাচে সর্বাধিক উইকেট শিকারী ইংল্যান্ডের ক্যাথরিন ব্রান্ট। তিনি মোট ১০ উইকেট নিয়েছেন।
২১/৪ - এক ম্যাচে সেরা ব্যক্তিগত বোলিং পারফরম্যান্সের নজির রয়েছে ভারতীয় বোলার একতা বিস্ত-এর।
১১ - ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচে মোট মেডেন ও সংখ্যা। এরমধ্যে ৬টি ওভার এসেছে ইংরেজ বোলারদের হাত থেকে, আর বাকি ৫টি করেছেন ভারতীয়রা।
৪ - ইংল্যান্ডের ৬টি মেডেন ওভারের ৪টিই করেছেন ক্যাথরিন ব্রান্ট, যা এই ম্যাচে সর্বাধিক মেডেন ওভারের ব্যক্তিগত রেকর্ড।