For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল - একনজরে পরিসংখ্যান

ভারত বনাম ইংল্যান্ড আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের পরিসংখ্য়ানগত প্রিভিউ।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার (২৩ নভেম্বর), আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ২০১ -এর ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্য়াচের আগে দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান দেখলে যে কেউ ইংল্যান্ডে এগিয়ে রাখবে। টি২০ ক্রিকেটে দুই দল এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে একটি ম্যাচ বাতিল হয়েছে। বাকি ১৩টি ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছে ১০ বার, ভারত মাত্র ৩ বার।

এই টি২০ বিশ্বকাপে অবশ্য হরমনপ্রিতরা বার বার প্রমাণ করেছেন অতীত পরিসংখ্যান পাল্টে নতুন রেকর্ড স্থাপনই এই ভারতীয় মহিলা দলের রীতি। অতীত পরিসংখ্যানে নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াও ভারতের থেকে অনেক এগিয়ে ছিল, কিন্তু দুই দলই পরাস্ত হয়েছে ভারতের এই অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া দলের কাছে।

মাইখেল বেঙ্গলি শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে রেকর্ড বই ঘেঁটে তুলে আনল বেশ কিছু মজাদার পরিসংখ্যান। দেখা যাক সংখারা কী বলছে।

দলগত রেকর্ড

দলগত রেকর্ড

১৯৯/৩ - ভারত বনাম ইংল্যান্ড টি২০আই সর্বোচ্চ দলগত রান। চলতি বছরেই মুম্বইতে এই রানটি করেছিলেন ইংল্যান্ডের মহিলারা।

৮৮/৮ - ভারত বনাম ইংল্যান্ড টি২০আই সর্বোচ্চ দলগত রান। ২০১১ সালে ইংল্যান্ডের শক্তিশালী বোলিং-এর সামনে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে এর বেশি তুলতে পারেনি ভারত।

ব্যাটিং রেকর্ড

ব্যাটিং রেকর্ড


৩৫২ - ভারত বনাম ইংল্যান্ড টি২০ ম্যাচে সর্বোচ্চ রান করেছেন ভারতের মিতালি রাজ।

১২৪ - এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের ড্যানিয়েলা ওয়ায়েট-এর।

১৩ - ভারত-ইংল্যান্ড মহিলা টি২০ ম্যাচে মোট ১৩টি অর্ধশতরান হয়েছে, ৭টি করেছেন ব্রিটিশ মহিলারা, বাকি ৬টি এসেছে ঙারতীয়দের ব্যাট থেকে।

ছক্কার রেকর্ড

ছক্কার রেকর্ড

১৮ - ভারত-ইংল্যান্ড টি২০আই-তে মোট ১৮টি ছয় মারা হয়েছে। ১১টি মেরেছেন ইংরেজরা, ৭টি ভারতীয়রা।

৯ - ১৮টি ছয়ের ৯টিই এসেছিল দুই দলের একটি ম্যাচ থেকে। সেই ম্যাচে ইংল্যান্ড দল মেরেছিল ৬টি ছয়, ভারত ৩টি।

৫- ইংল্যান্ডের ৬টি ছয়ের ৫টিই মেরেছিলেন ড্যানিয়েলা ওয়ায়েট। এটিই ভারত বনাম ইংল্যান্ড টি২০ ম্যাচে এক ক্রিকেটারের ব্যাট থেকে আসা সর্বাধিক ছয়ের রেকর্ড।

৬ - মোট ৬টি ছয় মেরে ড্যানিয়েলাই দুই দলের মধ্যে ছয় মারার সংখ্য়ায় সবার উপরে রয়েছেন।

বোলিং রেকর্ড

বোলিং রেকর্ড

১০ - ভারত বনাম ইংল্যান্ড টি২০আই ম্যাচে সর্বাধিক উইকেট শিকারী ইংল্যান্ডের ক্যাথরিন ব্রান্ট। তিনি মোট ১০ উইকেট নিয়েছেন।

২১/৪ - এক ম্যাচে সেরা ব্যক্তিগত বোলিং পারফরম্যান্সের নজির রয়েছে ভারতীয় বোলার একতা বিস্ত-এর।

১১ - ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচে মোট মেডেন ও সংখ্যা। এরমধ্যে ৬টি ওভার এসেছে ইংরেজ বোলারদের হাত থেকে, আর বাকি ৫টি করেছেন ভারতীয়রা।

৪ - ইংল্যান্ডের ৬টি মেডেন ওভারের ৪টিই করেছেন ক্যাথরিন ব্রান্ট, যা এই ম্যাচে সর্বাধিক মেডেন ওভারের ব্যক্তিগত রেকর্ড।

শুক্রবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আরও একবার পরিসংখ্যান বদলাবার চ্যালেঞ্জ ভারতীয় মহিলাদের সামনে। আশা করা যায় এই ম্যাচেও জিতে প্রথমবারের জন্য মহিলা টি২০ বিশ্বকাপের ফাইনালেও পৌঁছে যাবেন হরমনপ্রিতরা।

English summary
The statistical preview of India vs England semifinal match of ICC Women's World T20 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X