For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা টি২০ বিশ্বকাপ: শীর্ষেই শেষ করল বিশ্বচ্যাম্পিয়নরা, সেমি-তে ভারতের মুখোমুখি কোন দল

আইসিসির মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮-এর সেমিফাইনালের কোন দল কাদের মুখোমুখি।

  • |
Google Oneindia Bengali News

গ্রুপ পর্যায় কাটিয়ে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮ পড়ল নকআউট পর্যায়ে। ১০ দলের মধ্যে বিদায় নিল ৬ টি দল। পড়ে রইল চারটি। এখান থেকে একবার পা ফসকালে আর ফিরে আসার উপায় নেই। তবে এবারের মহিলা টি২০ বিশ্বকাপকে এখনই সফল বলে দেওয়া যায়।

গ্রুপ পর্যায়ের একেবারে শুরুর দিনের মতোই সমান উত্তেজনাপূর্ণ থাকল শেষ দিনটিও। প্রথম দিন গাবানার প্রভিডেন্স স্টেডিয়াম সাক্ষী ছিল ভারত অধিনায়িকার শতরানের, মহিলা টি২০আইতে এক ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংসের। আর শেষ দিন ড্যারেন সামি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ বলে গিয়ে জয় পেলেন ঘরের দল ওয়েস্টইন্ডিজের মহিলারা।

গ্রুপ এ-এর শীর্ষ দখলের লডা়ই

গ্রুপ এ-এর শীর্ষ দখলের লডা়ই

রবিবার (১৮ নভেম্বর) গ্রুপ এ-এর শীর্ষ দখলের লড়াইটা ছিল ওয়েস্টইন্ডিজ ও ইংল্যান্ডের মহিলা দলের মধ্যে। টসে জিতে প্রথমে ব্যাট করেছিল ইংল্যান্ড। কিন্তু একেবারে প্রথম থেকেই উইকেট হারিয়ে একসময় স্কোর দাঁড়ায় ৫০/৬। সেখান থেকে সোফিয়া ডঙ্কলি (৩৫) ও আন্যা শ্রুবসোলে (২৯) ইংল্যান্ডকে ১১৫ রানে পৌঁছে দিয়েছিলেন।

বল করতে এসে প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন শ্রুবসোলে। কিন্তু সেখান থেকে চতুর্থ উইকেটে ৬৮ রান যোগ করে ওয়েস্টইন্ডিজ। কিন্তু শেষদিকে রক্যাম্ববেল না মারলে ক্যারিবিয়ানদের জেতা হতো না। শেষ ওভারে বাকি ছিল ৫ রান। শেষ বলে ৪ উইকেটে জিতে গ্রুপ এ-র চ্যাম্পিয়ন হল ওয়েস্ট ইন্ডিজ।

দিনের অন্য খেলা

দিনের অন্য খেলা

দিনের অন্য খেলাটি বেশ ম্যাড়মেড়েই হয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং-এ ফের ধস নামলেও শেষ পর্যন্ত তারা বাংলাদেশ মহিলা দলকে ৩০ রানে পরাজিত করেছে। ফলে গ্রুপ এ-তে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ, তারপর আছে ইংল্যান্ড (৫), দক্ষিণ আফ্রিকা (৪), শ্রীলঙ্কা (৩) ও বাংলাদেশ (০)। ওয়েস্টঈইন্ডিজ ও ইংল্যান্ড চলে গেল সেমিফাইনালে।

গ্রুপ বি-এর খবর

গ্রুপ বি-এর খবর

গ্রুপ বি-তে সবকটি ম্যাচ জিতে শনিবারই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের মহিলা দল। ওয়েস্টইন্ডিজের মতো হরমনপ্রিতরাও সবকটি ম্যাচেই জয়ী হয়েছেন। এই গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

সেমি-ফাইনালের লড়াই

সেমি-ফাইনালের লড়াই

আগামী বৃহস্পতিবার (২২ নভেম্বর) অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে পর পর হবে দুটি সেমিফাইনাল।

প্রথম সেমিফাইনাল: ওয়েস্টইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া

দ্বিতীয় সেমিফাইনাল: ভারত বনাম ইংল্যান্ড

English summary
The semifinal line-up of the ICC Women's World T20 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X