For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ ২০১৯ - বাসে চড়ব না, ট্রেন চাই! বোর্ডের কাছে অদ্ভুত আব্দার জানাল টিম ইন্ডিয়া

ইংল্যান্ডে আইসিসি বিশ্বকাপ ২০১৯ চলাকালীন ভ্রমণের সময় কমানোর জন্য টিম ইন্ডিয়া বিসিসিআইকে বাস এড়িয়ে ট্রেনের টিকিট বুক করার দাবি জানিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডে বসছে এই বারের আইসিসি বিশ্বকাপের আসর। তার আগে এখন চলছে হোটেল, যাতায়াতের মাধ্যম ইত্যাদি ঠিকঠাক করার পালা। এর মধ্যে জানা গেল, টিম ইন্ডিয়ার পক্ষ থেকে বিসিসিআই-এর কাছে বিশ্বকাপের সময় যাতায়াত নিয়ে এক অদ্ভূত আবেদন করা হয়েছে। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে বিশ্বকাপের সময় বাসে নয়, ট্রেনে যাতায়াত করতে চায় তারা।

বিশ্বকাপ ২০১৯, বাসে চড়ব না, ট্রেন চাই

মোহালিতে ২০১১ সালের বিশ্বকাপের সেমিফাইনাল জিতে উঠে তখনকার ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, সেই জয়ের সবচেয়ে ভাল দিক, পরের ম্যাচে তাঁরা চার্টার্ড ফ্লাইটে যাতায়াতের সুযোগ পাবেন। তাঁর সেই উক্তি থেকেই স্পষ্ট বিশ্বকাপের মতো মানসিক এবং শারীরিক ধকলের প্রতিযোগিতায় এই সামান্য সাচ্ছন্দটুকুই ক্রিকেটারদের কাছ কতটা বড় হয়ে ওঠে।

ভারতের বর্তমান টিম ম্যানেজমেন্টের সাম্প্রতিক আবেদন থেকে বোঝা যাচ্ছে সেই মনোভাবের কোনও পরিবর্তন ঘটেনি। ২০১৮ সালেই ভারত ইংল্যান্ড সফরে গিয়েছিল। টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওভালে অবসর নেন অ্যালিস্টার কুক। অবসরের দিন তিনি সতীর্থদের নিয়ে ট্রেনেই মাঠে পৌঁছেছিলেন। ভারতীয় দলের অভিজ্ঞতা বলছে, ইংল্যান্ডে য়াতায়াতের জন্য ট্রেনই অনেক বেশি আরামদায়ক।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে শেষ সফরের অভিজ্ঞতা থেকে তারা দেখেছে ইংল্যান্ডে বিভিন্ন ক্রিকেট মাঠগুলির মধ্যে দূরত্ব এতটাই বেশি যে অতটা পথ বাসে গিয়ে দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। তাই তারা বিসিসিআইকে ট্রাভেল-টাইম কমানোর জন্য ট্রেনের টিকিট বুক করতে বলেছে।

English summary
Team India has demanded to BCCI to book trains and avoid buses to reduce travel time during the ICC World Cup 2019 in England. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X