For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোটগ্রস্ত কেদারের পরিবর্তে বিশ্বকাপে কার যাওয়ার সম্ভাবনা, জানতে পড়ুন

ঋষভ পন্থ নন। চোটগ্রস্ত কেদার যাদবের পরিবর্তে অক্ষর প্যাটেল কিংবা আম্বাতি রায়ডুকে বিশ্বকাপের দলে অন্তর্ভূক্ত করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

  • |
Google Oneindia Bengali News

ঋষভ পন্থ নন। চোটগ্রস্ত কেদার যাদবের পরিবর্তে অক্ষর প্যাটেল কিংবা আম্বাতি রায়ডুকে বিশ্বকাপের দলে অন্তর্ভূক্ত করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকী সেকেন্ড স্ট্যান্ড-বাই হিসেবে পেসার ইশান্ত শর্মা, নভদীপ সাইনির নাম উঠলেও, সেই তালিকায় আইপিএলে দুরন্ত ফর্মে থাকা তরুণ ঋষভকে রাখা হয়নি বলেই বিসিসিআই সূত্রে খবর।

চোটগ্রস্ত কেদারের পরিবর্তে বিশ্বকাপে কাঁর যাওয়ার সম্ভাবনা, জানতে পড়ুন

জানা যাচ্ছে, নির্বাচকরা ভারতের বিশ্বকাপ দলে কেদার যাদবের পরিবর্তে এমন একজন খেলোয়াড়কে চাইছেন, যিনি ব্যাট করার পাশাপাশি দলের প্রয়োজনে হাতও ঘোরাতে পারবেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে যে কাজটা কেদারকে দিয়ে করানো হত, সেই আচমকা উইকেট তুলে নেওয়ার ক্ষমতা স্পিনার কাম ব্যাটসম্যান অক্ষর প্যাটেলের আছে বলেই মনে করেন নির্বাচকরা। এমনকী ইরেগুলার স্পিনার হিসেবে আম্বাতি রায়ডুকে দিয়েও বিশ্বকাপে কেদার যাদবের পরিবর্তে বিরাট কোহলি কাজ চালিয়ে নিতে পারবেন বলেও বিশ্বাস রাখে ভারতীয় বোর্ড। সে জায়গায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে নিলে দলে এক জন অল-রাউন্ডারের জায়গা আটকে থাকবে বলে মনে করা হচ্ছে।

আর সেই যুক্তিতেই কমবেশি হিসেব কষে তরুণ ঋষভকে আগামী জুলাইতে ওয়েস্ট ইন্ডিজগামী ভারতীয় 'এ' দলে রাখা হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও কেদার যাদবের সুস্থ হয়ে ওঠা নিয়ে আশাবাদী বিসিসিআই। তবে বিষয়টি এতটাও সহজ নয় বলেই মনে করেন ভারতের বিশ্বকাপগামী ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। এখন পরিবর্ত খেলোয়াড় ঘোষণার জন্য আইসিসি নির্ধারিত ২৩ মে-র মধ্যে কেদার যাদবের সুস্থতার খবর আসে কিনা, সেটাই দেখার।

English summary
If Kedar Remains Under Injury Cloud, Axar may Replace him in World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X