For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তের কার্যক্রম বন্ধ করুক! করোনা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কেন এই তোপ কপিল দেবের?

সীমান্তের কার্যক্রম বন্ধ করুক! করোনা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কেন এই তোপ কপিল দেবের?

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা বিরুদ্ধে লড়াই চালাচ্ছে প্রতিটি দেশ। এর মাঝে ভারত-পাকিস্তান সিরিজ আয়েজনে দুই দেশে অর্থ সংগ্রহের প্রস্তাব দিয়েছেন শোয়েব আখতার। যা প্রত্যাখান করেছিলেন কপিল। পাল্টা কপিলকে একহাত নিয়ে আফ্রিদি করোনা যুদ্ধে ভারতীয় লেজেন্ডের থেকে আরেকটু সংবেদনশীল উত্তরের অনুরোধ করেন। এবার কড়া ভাষায় যার জবাব দিলেন কপিল দেব।

করোনা মোকাবিলায় শোয়েবের প্রস্তাব কী ছিল

করোনা মোকাবিলায় শোয়েবের প্রস্তাব কী ছিল

ভাইরাসের টিকা আবিষ্কার থেকে দেশবাসীর চিকিৎসার জন্য অর্থের যোগানে সেলেবদুনিয়া লক্ষ লক্ষ টাকা সাহায্য করেছেন। এরপরও দেশকে পুরোপুরি করোনা মুক্ত করতে আরও অনেক বেশি সাহায্য়ের প্রয়োজন। ভারতের মতো পাকিস্তানও করোনা হানায় ধুঁকছে। এই পরিস্থিতিতে প্রতিবেশি দুই দেশকে ক্রিকেট দিয়ে করোনা মোকাবিলায় প্রস্তাব দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহ ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন শোয়েব। তিন ম্যাচের ওডিআইয় সিরিজ আয়োজন করে করোনার জন্য ফান্ড সংগ্রহের প্রস্তাব দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

 কপিল যা জানিয়েছিলেন

কপিল যা জানিয়েছিলেন

যার পরেই কপিল দেব সাফ জানিয়েছিলেন, 'শোয়েবের নিজস্ব মতামত থাকতেই পারে। তবে করোনার বিরুদ্ধে লড়াই করতে ভারতকে ম্যাচ খেলে অর্থের জোগাড় করতে হবে এমন দুর্দশা আসেনি। করোনা আবহে ভারতীয় ক্রিকেটারদের জীবনের ঝুঁকি নিয়ে ম্যাচ খেলার জন্য বাইশ গজে ঠেলে দেওয়া হবে না। পয়সা প্রয়োজন হলে বিসিসিআই দেশের সংকটে অর্থ দেওয়ার মতো ক্ষমতা রাখে।'

 কপিলকে পাল্টা দেন আফ্রিদি

কপিলকে পাল্টা দেন আফ্রিদি

কপিলের মন্তব্যে পাল্টা আফ্রিদি জানিয়েছেন, 'বিশ্বজুড়ে করোনা ক্রমেই ভয়াবহ হচ্ছে। এখন নেতিবাচক চিন্তা দূরে রাখা উচিত। করোনা মোকাবিলায় দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। শোয়েব ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সিরিজের যে প্রস্তাব দিয়েছিল,তাতে খারাপ কিছু নেই। উল্টে এতে কপিল দেবের প্রতিক্রিয়া আমাকে অবাক করেছে। সংকটের সময় কপিলের নেতিবাচক মন্তব্য একেবারেই কাম্য নয়।এই পরিস্থিতিতে খেলাধুলা মানুষকে একত্রিত করে এবং সেতু নির্মাণ করে।'

এবার আফ্রিদিকে কড়া কথা শুনিয়ে দিলেন কপিল

এবার আফ্রিদিকে কড়া কথা শুনিয়ে দিলেন কপিল

আফ্রিদিকে জবাবে কপিল বলেন, 'করোনা নিয়ে আপনি আবেগের বশে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ আশা করতেই পারেন। কিন্তু আমি নিজের মত থেকে সরছি না। এখন বিশ্বজুড়ে ভাইরাসে আবহে ক্রিকেটকে কখনও অগ্রাধীকার দেওয়া উচিত নয়। ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ কোনওভাবেই অগ্রাধিকারের তালিকায় নেই।'

পাকিস্তানের অর্থ লাগলে সীমান্তের কার্যকলাপ বন্ধ রাখুক

পাকিস্তানের অর্থ লাগলে সীমান্তের কার্যকলাপ বন্ধ রাখুক

কপিল আরও বলেছেন,'অর্থ লাগলে পাকিস্তান নিজেদের দেশে সীমান্তের কার্যকলাপ বন্ধ রাখুক। সীমান্তের অর্থ হাসপাতাল ও স্কুল তৈরিতে ব্যয় করুক।'

কেন ক্রিকেটকে এখন অগ্রাধিকার নয়

কেন ক্রিকেটকে এখন অগ্রাধিকার নয়

কপিল কেন ক্রিকেটকে এখন অগ্রাধিকার দিচ্ছেন না, তাও পরিষ্কার করে দিয়েছেন। কপিল বলেন, 'করোনা পরিবেশে দিনরাত ক্রিকেট বন্ধ বলে আওয়াজ তোলার কিছু নেই। শিশুরা স্কুল যেতে পারছে না এবং কলেজ বন্ধ। তাদের সম্পর্কে আমি উদ্বিগ্ন, কারণ তারা সমাজের তরুণ প্রজন্ম। তাই, আমি চাই স্কুলগুলি প্রথমে পুনরায় চালু হোক। ধাপে ধাপে ক্রিকেট, ফুটবল সব খেলার মাঠেরই দরজা খুলবে।

অর্থের সাহায্য করুক ধর্মীয় সংগঠন

অর্থের সাহায্য করুক ধর্মীয় সংগঠন

কপিল জুড়েছেন,' যদি সত্যই অর্থের প্রয়োজন হয় তবে ভারতের ধর্মীয় সংগঠনগুলি এগিয়ে আসুক। আমরা যখন ধর্মীয় মন্দিরগুলি পরিদর্শন করি তখন আমরা প্রণামি দিই। এখন তাঁদের দায়িত্ব নিয়ে দেশের সেবায় এদিয়ে আসা উচিত।'

English summary
If pakistan need money they should stop the activities at border says kapil dev
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X