For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শামির ৫, প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানে হারাল ভারত

প্রথম ইনিংসে মায়াঙ্ক আগরওয়ালের দ্বিশত, দুই ইনিংসে রোহিত শর্মার শতরান দিয়ে শুরু। রবীচন্দ্রন অশ্বিনের ৮, রবীন্দ্র জাদেজার ৬ ও মহম্মদ শামির ৫ উইকেটের সৌজন্যে বিশাখাপত্তনম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

  • |
Google Oneindia Bengali News

প্রথম ইনিংসে মায়াঙ্ক আগরওয়ালের দ্বিশত, দুই ইনিংসে রোহিত শর্মার শতরান দিয়ে শুরু। রবীচন্দ্রন অশ্বিনের ৮, রবীন্দ্র জাদেজার ৬ ও মহম্মদ শামির ৫ উইকেটের সৌজন্যে বিশাখাপত্তনম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০৩ রানের বড় জয় পেল ভারত। একই সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলি ব্রিগেড।

প্রথম ও দ্বিতীয় দিন

প্রথম ও দ্বিতীয় দিন

প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়ালের মধ্যে ৩১৭ রানের রেকর্ড পার্টনারশিপ হয়। ১৭৬ রান করে আউট হন রোহিত। ২১৫ রান করেন মায়াঙ্ক। প্রথম ইনিংসে সাত উইকেট হারিয়ে ৫০২ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষ বেলায় ভারতীয় স্পিনারদের দাপটে ৩ উইকেট (ওপেনার এইডেন মার্করাম, থেউনিস ডে ব্রুইন ও ডেন পেইড) হারায় দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় ও চতু্র্থ দিন

তৃতীয় ও চতু্র্থ দিন

তৃতীয় দিনের শুরুতেই প্রোটিয়া ব্যাটসম্যান টেম্বা বাভুমার (১৮) উইকেট তুলে নেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৫৫ রান করে ফিরে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকান ওপেনার ডিন এলগার (১৬০) ও উইকেটরক্ষক কুইন্টন ডি ককের (১১১) মধ্যে ১৬৪ রানের পার্টনারশিপ হয়। ৪৩১ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ভারতের হয়ে সাত উইকেট নেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে ৭১ রান হাতে নিয়ে খেলতে নেমে শুরুতেই ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের (৭) উইকেট হারায় ভারত। এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে ওপেনার রোহিত শর্মার ১৬৯ রানের পার্টনারশিপ হয়। দ্বিতীয় ইনিংসেও শতরান করেন রোহিত শর্মা (১২৭)। ৮১ রান করে আউট হন পূজারা। ৩২৩ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত।

পঞ্চম দিন

পঞ্চম দিন

ভারতের দেওয়া ৩৯৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ন ওপেনার ডিন এলগারকে (২) দ্বিতীয় ইনিংসের শুরুতেই হারায় দক্ষিণ আফ্রিকা। অন্য ওপেনার এইডেন মার্করাম (৩৯) ছাড়া টপ অর্ডারের কোনও ব্যাটসম্য়ানই জ্বলে উঠতে পারেননি। শেষ মুহূর্তে সেনুরান মত্থুস্বামী (অপরাজিত ৪৯) ও ডেন পেইডের (৫৬) মধ্যে ৯১ রানের পার্টনারশিপ হলেও ম্যাচ ভারতের হাতের বাইরে যায়নি। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৫ উইকেট নেন মহম্মদ শামি। ৪ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

English summary
India beat South Africa by runs in first test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X