For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বপ্ন চুরমার, আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল ভারত

পারলেন না হরমনপ্রীতরা। আইসিসিস মহিলা টি-২০ বিশ্বকাপ ২০১৮-র সেমিফাইনালে হেরে গেল ভারত। ১৭ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল ইংল্যান্ড। ৮ উইকেটে জয় তুলে নিল ব্রিটিশ মহিলারা।

Google Oneindia Bengali News

পারলেন না হরমনপ্রীতরা। আইসিসিস মহিলা টি-২০ বিশ্বকাপ ২০১৮-র সেমিফাইনালে হেরে গেল ভারত। ১৭ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল ইংল্যান্ড। ৮ উইকেটে জয় তুলে নিল ব্রিটিশ মহিলারা।

এক ম্যাচের খারাপ পারফরম্যান্সেই সব ধুলিসাৎ

মূলত ওপেনার স্মৃতি মান্ধানার আক্রমণাত্মক ব্যাটিং ভারত প্রথম থেকে রানের গতি বাড়ানোর উপরে জোর দিয়েছিল। কিন্তু, অপর ওপেনার তানিয়া ভাটিয়া শুরু থেকেই সাবধানী ক্রিকেট খেলতে গিয়ে প্রচুর ডট-বল খেলেন। যা টি-২০-র মতো ক্রিকেটে বড় ভুল। আর ভুলেই মানসিকভাবে চাপে পড়ে যান তানিয়া। ১৯ বলে ১১ রান করে আউট হয়ে যান তিনি। তাঁর আগে অবশ্য মান্ধানা ২৩ বলে ৩৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই মান্ধানার আউট হতেই ভারতের ব্যাটিং থেকে আক্রমণের ঝাঁঝটা উবে যায়। মান্ধানা ক্রিজে থাকার সময় ভারত ৫.৫ ওভারেই ৪৩ রান তুলে নিয়েছিল। সেখানে ৮.৪ ওভারে যখন তানিয়া আউট হন তখন ভারতের স্কোর ছিল ৫৩। মানে প্রায় তিন ওভারে ভারত মাত্র ১০ রান তুলতে সমর্থ হয়েছিল।

ভারতীয় ব্যাটসম্যানদের এই মানসিকতার পুরো ফায়দা তোলেন ইংল্যান্ডের বোলাররা। নিয়ন্ত্রিত বোলিং আর দুরন্ত ফিল্ড প্লেসিং-এ ভারত-কে বোতলবন্দি করে ফেলেন ব্রিটিশ মহিলা ক্রিকেটাররা। ফলে ক্রমশই শ্লথ হতে থাকে রান তোলার গতি। ইংল্য়ান্ডের এই গেম প্ল্যানকে যিনি ছিন্ন-ভিন্ন করতে পারতেন সেই হরমনপ্রীত কওর যেন নিজেও আত্মসমর্পণ করেন। ২০ বলে মাত্র ১৬ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান ভারত অধিনায়ক হরমনপ্রীত।

English summary
Dream smashed and India lose the game to England for reaching Final in ICC Women World Cup 2018. England won the game by 8 wickets with 17 balls remaining.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X