For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ রেকর্ড: কে সর্বোচ্চ রান সংগ্রহকারী, সর্বোচ্চ উইকেট শিকারীই বা কে

ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০আই ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট কোহলি,আর বুমরা হলেন সর্বোচ্চ উইকেট-শিকারী। জেনে নিন অন্যান্য ব্যাটিং এবং বোলিং রেকর্ডগুলি। 

  • |
Google Oneindia Bengali News

প্রতীক্ষার অবসান। রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে বহু-প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফর। গাব্বায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত টি২০ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে অজি-বাহিনীর। বলাই বাহুল্য মেন ইন ব্লু তাঁদের সাম্প্রতিক টি২০ পারফরম্যান্সের জোরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। ঘরের মাঠে বিশ্ব-চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে একপ্রকার উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ায় এসেছে ভারত। বর্তমানে ভারত আইসিসির টি২০ ক্রমতালিকায় দুই নম্বরে আছে। কিন্তু, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা? রোহিত শর্মা যথার্থই বলেছেন, 'ডিফারেন্ট বল গেম'।

তবে ভারত তাদের শেষ অস্ট্রেলিয়া সফরের টি২০ সিরিজের কথা চটিন্তা করে উজ্জীবিত হতে পারে। ২০১৬ সালে ভারত ৩-০ ফলে জিতেছিল। তবে সেই দলের অধিনায়ক ছিলেন ধোনি। দুই দল এই ফর্ম্যাটে পরস্পরের মুখোমুখি হয়েছে ১৬ বার। ৫বার অস্ট্রেলিয়া জিতেছে। ভারত জিতেছে ১০বার। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এখানে মাইখেল বেঙ্গলি ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ম্যাচের রেকর্ড উপস্থাপন করল (টি২০আই-তে সর্বোচ্চ রানাধিকারী ৫জন এবং সর্বোচ্চ উইকেট শিকারী ৫ জন) -

সর্বাধিক রান: ১. বিরাট কোহলি

সর্বাধিক রান: ১. বিরাট কোহলি

বিরাটকে অস্ট্রোলিয়ার 'নেমেসিস' বলা হয়। কারণটা খুবই সহজ, ক্রিকেটের প্রতিটি সংস্করণেই অজিদের বিরুদ্ধে গাদা গাদা রান করেছেন বিরাট। টি২০ ক্রিকেটে ভারত অধিনায়ক অজিদের বিরুদ্ধে ১১টি ম্যাচ খেলে ৬০.৪২ গড় নিয়ে ৪২৩ রান করেছেন। ৪টি অর্ধশতরান রয়েছে।

সর্বাধিক রান: ২. অ্যারন ফিঞ্চ

সর্বাধিক রান: ২. অ্যারন ফিঞ্চ

রানসংখ্য়ায় ভারত অধিনায়কের পরেই আছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক ফিঞ্চ। ৮ ম্যাচে তিনি ৪২.৭৫ গড়ে ৩৪২ রান করেছেন। অর্ধশতরান ২টি।

সর্বাধিক রান: ৩. শেন ওয়াটসন

সর্বাধিক রান: ৩. শেন ওয়াটসন

৮ ম্যাচে ৫০.৩৩ গড়ে ৩০২ রান করে তালিকায় তিন নম্বরে আছেন ডানহাতি অজি ব্যাটসম্যান শেন ওয়াটসন। ২টি অর্ধশতক ছাড়াও টি২০-তে ভারতের বিরুদ্ধে একটি শতরানও করেছেন তিনি।

সর্বাধিক রান: ৪. যুবরাজ সিং

সর্বাধিক রান: ৪. যুবরাজ সিং

১০ ম্যাচে ২৮৩ রান করেছিলেন যুবি। গড় ৫৬.৬০। অজিদের বিরুদ্ধএ এই ফর্ম্যাটে ৩টি অর্ধশতরান আছে তাঁর।

সর্বাধিক রান: ৫. রোহিত শর্মা

সর্বাধিক রান: ৫. রোহিত শর্মা

ভারত বনাম অস্ট্রেলিয়া ১৫টি টি২০-তেই খেলেছেন রোহিত। ৩টি অর্ধশতরান-সহ করেছেন ২৮৩ রান।

সর্বাধিক উইকেট: ১. জসপ্রিত বুমরা

সর্বাধিক উইকেট: ১. জসপ্রিত বুমরা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতেই আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল বুমরার। সীমিত ওভারের ক্রিকেটে তিনি বিশ্বের সেরা বোলারদের অন্যতম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ফর্ম্যাটে তাঁর ঝকঝকে রেকর্ড রয়েছে। তিনি ৬ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন।

সর্বাধিক উইকেট: ২. শেন ওয়াটসন

সর্বাধিক উইকেট: ২. শেন ওয়াটসন

ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ যুদ্ধে সেরা অলরাউন্ড পারফরম্যান্স শেন ওয়াটসনের। ব্যাটে রান করার পাশাপাশি তিনি ভারতের বিরুদ্ধে ১০ উইকেটও সংগ্রহ করেছেন।

সর্বাধিক উইকেট: ৩. রবিচন্দ্রন অশ্বিন

সর্বাধিক উইকেট: ৩. রবিচন্দ্রন অশ্বিন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি টি২০ ম্যাচ খেলে অশ্বিনও ১০ উইকেট শিকার করেছেন। ৮.৪৩ তাঁর ইকোনমি রেট। এক ম্যাচে ৪ উইকেটও নিয়েছিলেন।

সর্বাধিক উইকেট: ৪. রবীন্দ্র জাদেজা

সর্বাধিক উইকেট: ৪. রবীন্দ্র জাদেজা

জাদেজাও অজিদের বিরুদ্ধেও ৯টি টি২০ খেলেছেন। ওভার প্রতি ৭.৯৬ রান দিয়ে তিনি ৮ উইকেট নিয়েছেন।

সর্বাধিক উইকেট: ৫. ভুবনেশ্বর কুমার

সর্বাধিক উইকেট: ৫. ভুবনেশ্বর কুমার

অজিদের বিরুদ্ধে এই ডানহাতি সুইং বোলার ৪টি টি২০ খেলেছেন। তার মধ্যেই ৬ উইকেট দখল করেছেন তিনি। তাঁর ইকোনমি রেটও যথেষ্ট ভাল।

যেহেতু, রেকর্ডের তালিকায় থাকা খেলোয়াড়দের বেশ কয়েকজন আর জাতীয় দলের হয়ে খেলেন না, তাই আশা করা যায় আসন্ন সিরিজে রেকর্ড বই নতুন করে লিখতে হবে।

English summary
Kohli is the leading run-getter while Bumrah is the top wicket-taker in India vs Australia T20I cricket. Know other batting and bowling records.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X