For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম অস্ট্রেলিয়া: ভুল শুধরে, সিরিজ জয়ের বিরাট হুঙ্কার! মনের ভাব জানালেন অধিনায়ক

বিরাট কোহলি বলেছেন, ভারতীয় দল এই অস্ট্রেলিয়ার সফরে তাদের ভুলগুলি শোধরাতে চায়।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া সফর। ব্রিসবেনের মাঠে প্রথম টি২০ ম্যাচ খেলতে নামবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। তার আগে বিরাট জানালেন আগের সফরে ভারতীয় দল বেশ কিছু ভুল-ত্রটি করেছিল। এবার সেগুলি শোধরানোয় ফোকাস রয়েছে তাঁর দলের। তাঁরা একটি-দুটি ম্যাচ নয়, পুরো সিরিজ জিতে নেওয়ার চেষ্টা করবেন।

এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ ম্যাচে অধিনায়কত্ব করছেন কোহলি। মঙ্গলবার ব্রিসবেনে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরাট। সেখানে দলের বোলারদের দুর্ধর্ষ ফর্ম থেকে স্মিথ-ওয়ার্নার, তাঁর নিজের ফর্ম বিভিন্ন বিষয়েই মুখ খুললেন কোহলি। সিরিজ শুরুর আগে এদিন বেশ খোলামেলা মেজাজে পাওয়া গেল তাঁকে। একনজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয় সফর শুরু আগে কী কী বললেন ভারত অধিনায়ক।

অস্ট্রেলিয়া সফরে ভারতের ফোকাস

অস্ট্রেলিয়া সফরে ভারতের ফোকাস

স্মিথ-ওয়ার্নারের মতো প্রধান দুই ক্রিকেটার না থাকায় এই অস্ট্রেলিয়া সফর ভারতের সামনে সেই দেশের মাটিতে সিরিজ, জেতার সবচেয়ে বড় সুযোগ। কিন্তু এটাই অস্ট্রেলিয়ায় জেতার শেষ সুযোগ বলে মনে করেন না বিরাট। তিনি জানান, তাঁদের লক্ষ্য অবশ্যই সব সিরিজ জেতা। তার জন্য তাঁরা একটা পদ্ধতির মধ্য দিয়ে দলকে নিয়ে যাচ্ছেন। ইংল্যান্ডে সিরিজে তাঁরা কিছু ভুল করেছিলেন। সেগুলি তাঁরা ইতিমধ্যে সনাক্ত করতে পেরেছেন। তাই এই সিরিজে সেই ভুলগুলির পুনরাবৃত্তি না করাটাই দলের ফোকাস। টেস্ট ক্রিকেচটের নিয়মই হল, যে দল কম ভুল করে তাদেরই জেতার সুযোগ বেশি থাকে।

ভুবি-বুমরার সাফল্যের রহস্য

ভুবি-বুমরার সাফল্যের রহস্য

ভুবি-বুমরার সাফল্যের রহস্য এদিন ফাঁসসকরে দিয়েছেন তাঁদের অধিনায়ক। বিরাট জানান, দুজনেই মাথা খাটিয়ে বোলিং করেন বেলই এত সফল। তিনি জানান, ভারতের পেসার জুটি ম্যাচের পরিস্থিতি সম্পর্কে সবসময়ই ওয়াকিবহাল। ব্যাটসম্য়ান পরের বলে কী করতে পারে তা অনুমান কারর আশ্চর্য ক্ষমতা রয়েছে দুজনেরই। সেটা বুঝে নিয়ে বলটা করেন বলেই তাঁরা এতটা বিপজ্জনক। তাঁদের মতো দুই বোলারকে বিশ্বের যে কোনও অধিনায়ক দলে চাইবে বলেও মন্তব্য করেন কোহলি।

স্মিথ ও ওয়ার্নার-হীন অস্ট্রেলিয়া

স্মিথ ও ওয়ার্নার-হীন অস্ট্রেলিয়া

তাদের সেরা দুই খেলোয়াড়ের অনুপস্থিত খারলেও এই অস্ট্রেলিয়া দলেও 'কোয়ালিটি প্লেয়ার'-এর অভাব নেই বলে মনে করেন বিরাট। তিনি জানিয়েছেন যে কোনও দলের পক্ষেই সেরা দুই ব্যাটসম্যানকে হারানোটা দুর্ভাগ্যের। কিন্তু, বিশেষত সীমিত ওভারের ক্রিকেটে যে কোনও সময় আঘাত হানার মতো শক্তি মজুত আছে এই অজি দলে। তবে তাঁরা কে আছেন, কে নেই মাথায় রাখছেন না। জানিয়েছেন তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে এসেছেন। দল হিসাবে তাঁদের ফোকাস একমাত্র ক্রিকেটেই রয়েছে।

অধিনায়কের চোখে তাঁর দল

অধিনায়কের চোখে তাঁর দল

নিজেদের দলকে বিশ্ব-ক্রিকেটে এই মহুর্তে অন্যতম শক্তিশালী বলে দাবি করেছেন বিরাট। অবশ্য তাঁদের কিছু দুর্বলতা রয়ে গিয়েছে বলেও মেনে নিয়েছেন তিনি। তবে সেই দুর্বলতাগুলিকে খুঁজে বের করে তা দূর করার জন্য যা যা করণীয় তা করে ক্রমাগত নিজেদের ক্রিকেটের গুণমান তাঁরা বাড়িয়ে চলেছেন বলে জানিয়েছেন বিরাট। ক্রিকেটের সেরা পর্যায়ে টিকে থাকতে গেলে এই কার্যক্রম ধরে রাখা ছাড়া উপায় নেই। তাঁর মতে এভাবে ইতিমধ্যেই তাঁদের ক্রিকেটের মান অনেকটা বেড়েছে। তিনি আরও জানান, তাঁর দলের ১১ জনই ব্যক্তিগতভাবে প্রতিদিন সেরা হতে চান। আর সেইসব ব্য়ক্তিগত পারফরম্যান্সগুলি একত্রিত হয়ে একটি সুন্দর দলগত পারফরম্যান্স হয়ে ওঠে।

বিরাট অগ্রাধিকার

বিরাট অগ্রাধিকার

সফরে তাঁর ব্যাক্তিগত প্রাপ্তি নিয়ে মাথাই ঘামাচ্ছেন না বিরাট। যা চাওযার সবটাই দলের জন্য। তিনি জানিয়েছেন তিনি মাঠের বাইরের কথায় তিনি কান দেন না। মাঠের কাজেই নিজের ফোকাসটা ধরে রাখেন। দলের কি অবস্থা, দলকে কীকরে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সতীর্থদের কতটা সহায়তা করা যায় - এসবই তাঁর অগ্রাধিকারে থাকে।

English summary
Virat Kohli has said that Indian team wants to cut down their mistakes in this Australia tour.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X