For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচ বুধবার গড়িয়ে ভারতের পক্ষেই ভালো হল; ওই উইকেটে কম ওভারে রান তাড়া করা খুব সহজ নয়

ম্যাচ বুধবার গড়িয়ে ভারতের পক্ষেই ভালো হল; ওই উইকেটে কম ওভারে রান তাড়া করা খুব সহজ নয়

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল বৃষ্টির জন্যে আটকে গেল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শ্লথ খেলে ৪৬.১ ওভারে ৫ উইকেট খুইয়ে ২১১ রান তোলার পরেই বৃষ্টি নামে। অনেক অপেক্ষা করার পরেও ম্যাচ পুনরায় শুরু করা সম্ভব হয়নি। ম্যাচের বাকি অংশ এবারে খেলা হবে পরের দিন, অর্থাৎ বুধবার, ১০ জুলাই রিসার্ভ ডে-তে। নিউজিল্যান্ড তাদের বাকি ইনিংস শেষ করার পরে ভারত পুরো ৫০ ওভার ব্যাট করার সুযোগ পাবে এদিন। তবে রিসার্ভ ডে-তেও যদি ফয়সালা সম্ভব না হয়, তাহলে পয়েন্ট তালিকায় উপরে থাকার কারণে ভারতই ফাইনালে উঠবে।

ম্যাচ বুধবার গড়িয়ে ভারতের পক্ষেই ভালো হল; ওই উইকেটে কম ওভারে রান তাড়া করা খুব সহজ নয়

মঙ্গলবার শেষবেলায় খেলা শুরু হলে ভারতের স্বস্তি কমই থাকত

সাধারণত ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন নিয়মে পরে ব্যাট করা দলের সুবিধে হলেও ওল্ড ট্র্যাফোর্ডের এই উইকেটে ভারত মঙ্গলবার পরে কতটা ব্যাট করতে চাইতো, তা নিয়ে জল্পনা থাকতেই পারে। নিউজিল্যান্ড যখন ব্যাট করছিল, তখন ভারতীয় স্পিনারদের ঘূর্ণি দেখে মনে হতেই পারে যে উইকেটে যথেষ্ট সাহায্য পেতে পারেন বোলাররা। যদিও নিউজিল্যান্ডের স্পিন আক্রমণ সেরকম জোরালো নয় কিন্তু বৃষ্টির পর উইকেটে স্যাঁতস্যাঁতে ভাব থাকলে তা নিউজিল্যান্ডের জোরে বোলারদের যে সাহায্য করত, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর এইরকম আন্ডারপ্রিপেয়ার্ড উইকেটে যদি মঙ্গলবারই ভারতের লক্ষ দাঁড়াত ২০ ওভারে দেড়শো বা ঐরকম কিছু, তাহলে বিরাট কোহলির দল যে খুব স্বস্তিতে থাকতো না, তা বলাই বাহুল্য।

তার চেয়ে বরং একটি নতুন দিনে পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়াটাই ভারত বেশি পছন্দ করবে।

English summary
India will not complain about World Cup semi-final vs New Zealand going into Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X