For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একই টেস্টের দুই ইনিংসে শতরান করা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় চোখ রাখুন

ভাইজাক টেস্টে ভারতের হয়ে ওপেন করতে নেমে দুই ইনিংসে শতরান করেছেন রোহিত শর্মা। এমন নজির ক্রিকেট বিশ্বে বিরল।

  • |
Google Oneindia Bengali News

ভাইজাক টেস্টে ভারতের হয়ে ওপেন করতে নেমে দুই ইনিংসে শতরান করেছেন রোহিত শর্মা। এমন নজির ক্রিকেট বিশ্বে বিরল। ব্যাটিং অর্ডারের অন্যান্য স্থানে নেমে কোন কোন ভারতীয় ব্যাটসম্যান একই টেস্টের দুই ইনিংসে শতরান করেছেন, সেই তালিকার দিকে চোখ রাখুন।

বিজয় হাজারে

বিজয় হাজারে

ভারতের ক্রিকেট লেজেন্ড বিজয় হাজারে ১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন। ৩০টি টেস্ট ম্যাচে ২১৯২ রান করা বিজয় হাজারে ওই ম্যাচের প্রথম ইনিংসে ১১৬ করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই ভারতীয় গ্রেট।

সুনীল গাভাস্কর

সুনীল গাভাস্কর

ভারতের ব্য়াটিং লেজেন্ড সুনীল গাভাস্কর একই টেস্টের দুই ইনিংসে শতরান করার নজির তিন বার গড়েছেন। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই ঘরে প্রথম ইনিংসে ১২৪ রান করেছিলেন সানি। দ্বিতীয় ইনিংসে ২২০ রান করেন গাভাস্কর। ১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে এক টেস্টের প্রথম ইনিংসে ১১১ ও দ্বিতীয় ইনিংসে ১৩৭ রান করেন সানি। এক বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে ১০৭ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৮২ রানের ইনিংস খেলেছিলেন গাভাস্কর।

রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

ভারতের 'দেওয়াল' হিসেবে পরিচিত রাহুল দ্রাবিড় ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেডন পার্কের টেস্টের প্রথম ইনিংসে ১৯০ রান করেন। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেন দ্রাবিড়। ২০০৫ সালে কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিরুদ্ধে একই নজির গড়েছিলেন রাহুল দ্রাবিড়। ম্য়াচের প্রথম ইনিংসে ১১০ ও দ্বিতীয় ইনিংসে ১৩৫ করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

 বিরাট কোহলি

বিরাট কোহলি

টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও একই টেস্টের দুই ইনিংসে শতরান করার নজির গড়েছেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালের টেস্টের প্রথম ইনিংসে ১১৫ রান করেন বিরাট। দ্বিতীয় ইনিংসেও ১৪১ রান আসে কোহলির ব্যাট থেকে।

অজিঙ্ক রাহানে

অজিঙ্ক রাহানে

২০১৫ সালে ভারত টেস্ট খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা। দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ১২৭ রান করেছিলেন ভারতের অজিঙ্ক রাহানে। দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ১০০ রান করেন রাহানে।

English summary
Indian batsmen who scored two hundreds in one test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X