For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: দর্শকদের নিরাপত্তা সবার আগে, ফ্র্যাঞ্চাইজিদের বোঝালেন সৌরভ

আইপিএল ২০২০: দর্শকদের নিরাপত্তা সবার আগে, ফ্র্যাঞ্চাইজিদের বোঝালেন সৌরভ

  • |
Google Oneindia Bengali News

করোনা রুখতে আইপিএল ২০২০ স্থগিত করা ছাড়া উপায় ছিল না, মুম্বইয়ের বৈঠক শেষে ১৩ তম আইপিএল প্রসঙ্গে জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার মুম্বইয়ে আইপিএল গর্ভনিং কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকে ফ্র্যাঞ্চাইজিদের মালিকদের সঙ্গে সৌরভ ও আইপিএল কর্তারা বৈঠক করেন। অনলাইনে বৈঠকে অংশ নেন কেকেআর মালিক শাহরুখ খান।

সৌরভ কী বললেন

সৌরভ কী বললেন

বৈঠকের পর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'দেশ জুড়ে এখন করোনায় ভয়াবহতা। এই পরিস্থিতিতে ক্রিকেট ফ্যানেদের স্বাস্থ্যের কথা আগে ভাবতে হবে। আইপিএল স্থগিত করে দেওয়া ছাড়া আমাদের হাতে বিকল্প কোনও পথ ছিল না।'বৈঠক শেষে বেরিয়ে সৌরভ আরও জুড়েছেন, 'আমরা প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনা করেছি। তাঁদের বুঝিয়ে বলা হয়েছে মাঠে খেলা দেখতে আসার ফ্যানেদের স্বাস্থ্য এই পরিবেশে নিরাপদ নয়।

কী সমাধান সূত্র উঠে এল

কী সমাধান সূত্র উঠে এল

সৌরভের সঙ্গে এই বৈঠক ফলপ্রসু হয়েছে, তা নাইট ফ্র্যাঞ্চাইজি শাহরুখের বক্তব্যেই পরিষ্কার। শাহরুখ বৈঠক শেষে টুইট করেছেন, যেখানে তিনি বলেন দেশে এখন জরুরী অবস্থা, এই পরিস্থিতিতে আইপিএল সত্যি করা কঠিন। পরিস্থিতি উন্নতি হলে পরে ভেবে দেখা যাবে। স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে খেলা নয়!

কবে হতে পারে আইপিএল

কবে হতে পারে আইপিএল

আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত আইপিল স্থগিত হয়েছে। ১৬ এপ্রিল থেকে ফের আইপিএল টুর্নামেন্ট শুরু হতে পারে।

টুর্নামেন্ট কাটছাঁটের ভাবনা

টুর্নামেন্ট কাটছাঁটের ভাবনা

২৯ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলে আপতত ১৬ এপ্রিলের আগে টুর্নামেন্ট হচ্ছে না। হলেও আইপিএল ২০২০-র দিন কমবে, জানিয়েছেন সৌরভ। সেক্ষেত্রে টুর্নামেন্ট কতদিনের হবে সেই নিয়ে পরে আলোচনা হবে বলে বোর্ড সভাপতি জানিয়েছেন।

English summary
ipl 2020: BCCI president Sourav Ganguly meet with franchises,says safety is most important
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X