For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় স্থগিত আইপিএল, ক্রিকেট অবসরে ক্লাব বদল নিয়ে বড় তথ্য ফাঁস অশ্বিনের

করোনায় স্থগিত আইপিএল, ক্রিকেট অবসরে ক্লাব বদল নিয়ে বড় তথ্য ফাঁস অশ্বিনের

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে ক্রিকেট বন্ধ। ২৯ মার্চ আইপিএল শুরুর কথা থাকলেও মারণ ভাইরাসের থাবায় মেগা টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। যেকারণে ঘরে বসে গৃহবন্দি ক্রিকেটজগৎ। আর এই লকডাউনের মাঝেই ক্লাব বদল নিয়ে বড় তথ্য ফাঁস করলেন রবিচন্দ্রন অশ্বিন।

পঞ্জাব ছেড়ে দিল্লিতে অশ্বিন

পঞ্জাব ছেড়ে দিল্লিতে অশ্বিন

শেষ দুই মরসুম কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ছিলেন। প্রীতি জিন্টার ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক দারুণ ছিল। কিন্তু দুই মরসুমে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি লিগে একেবারেই ভালো খেল দেখাতে পারেনি। অধিনায়ক হিসেবে অশ্বিনের উপর দায় গিয়ে পরে। দুবারই শেষ দিকে ঘোরাফেরা করেছে দল, প্লে-অফে উঠতে অবতীর্ণ হয়।

অবশেষে দিল্লিতে আসা নিয়ে মুখ খুললেন অশ্বিন

অবশেষে দিল্লিতে আসা নিয়ে মুখ খুললেন অশ্বিন

কেন কিংস ইলেভেন থেকে দিল্লি ক্যাপিটালসে এসেছেন অশ্বিন? ফ্রাঞ্চাইজি বদলের পাঁচ মাস পর সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় অফ-স্পিনার।

নেতা অশ্বিনের পরিসংখ্যান

নেতা অশ্বিনের পরিসংখ্যান

দুই বছর ধরে পাঞ্জাবে নেতৃত্বও দিলেও দলকে চ্যাম্পিয়ন করার জায়গা নিয়ে যেতে পারেননি অশ্বিন। ২০১৮ সালের আইপিএলে ভাল শুরু করেও পরের দিকে দিশা হারিয়ে ফেলে দল। ২০১৯ সালের আইপিএলে অবশ্য ১৪ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে জিতে ষষ্ঠ স্থানে ছিল পাঞ্জাব। তার আগের বছর পাঞ্জাব ৬টি ম্যাচ জিতেছিল। ৭ নম্বর শেষ করেছিল অশ্বিনের দল।

কেন দিল্লিতে, যে উত্তর দিলেন অশ্বিন

দিল্লিকে আইপিএল চ্যাম্পিয়ন করতে তিনি দল পাল্টেছেন বলে জানিয়ে দিলেন অশ্বিন। পুরোনা ক্লাব ছাড়া নিয়ে অবশ্য অশ্বিন বেফাঁস কোনও ক্ষোভ প্রকাশ করেননি। পাঞ্জাব কেন তাঁকে ছেড়ে দিল , সেই নিয়েও অশ্বিন কোনও মন্তব্য করেননি।

অশ্বিন যা বলেছেন

অশ্বিন যা বলেছেন

অশ্বিন বলেন,' আমি এমন একটা ফ্র্যাঞ্চাইজিতে এসেছি যারা গত বছর প্লে-অফে খেলেছে। দিল্লি ক্যাপিটালস দলে ঋষভ পন্থ- পৃথ্বী শয়, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ারদের মতো আকর্ষণীয় সব ব্যাটসম্যানরা খেলেবেন। এর মাঝে আমার অভিজ্ঞতা দিয়ে দলের বোলিং বিভাগ সামলাতে হবে। নিজেকে দলের কাজে ব্যবহার করতে উজার করে দিতে চাই। দলের বোলিং অন্য মাত্রায় নিয়ে গেলে এবার দলকে চ্যাম্পিয়ন করা যেতে পারে। দিল্লিকে চ্যাম্পিয়ন করার জন্য আমি দলবদলে এই ফ্র্যাঞ্চাইজিতে এসেছি।'

English summary
IPL 2020: R Ashwin reveals why he left Kings XI Punjab and joined Delhi Capitals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X