For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বয়স ৩৮ গড়িয়ে ৩৯-এর দিকে ছুটছে, করোনায় কারণে আইপিএল জাহাজ ডুবলে হয়ত নীরবেই বিদায় ধোনির

বয়স ৩৮ গড়িয়ে ৩৯-এর দিকে ছুটছে, করোনায় কারণে আইপিএল জাহাজ ডুবলে হয়ত নীরবেই বিদায় ধোনির

  • |
Google Oneindia Bengali News

বয়স শুধুই একটা সংখ্যা মাত্র! খেলার জগতে এই প্রবাদ বাক্য বহুল প্রচলিত। কিন্তু সেটা টেনিস বা ব্যাডমিন্টন অর্থাৎ একক দক্ষতার খেলার সম্ভব, কিন্তু দলগত খেলায় ব্যাটে-বলে সংযোগে সমস্যা তৈরি হলে বয়সকেই যে সহজে দোষারোপ করা হয়। আর ক্রিকেটের মতো নিষ্ঠুর খেলা হলে তো কথাই নেই। একটা ক্যাচ পড়লে বা ব্যাটে একটা মিস হিট হলেই ভ্রু কুচকে সমালোচকদের ঠৌঁটের কোণায় চলে আসে সেই ক্ষমাহীন বাক্য!'আপনার বয়স হয়েছে। আপনি আসুন স্যার।' ক্রিকেট খেলায় বছরের পর বছর যে একটাই মূল মন্ত্র, এটি মাত্র এক বলের খেলা! ঐ এক বলেই কেউ রাজা, কেউ ফকির!

আইপিএল জাহাজ ডুবলে ধোনিও ডুবতে চলেছেন!

আইপিএল জাহাজ ডুবলে ধোনিও ডুবতে চলেছেন!

করোনার কারণে আইপিএল স্থগিত হওয়ার সবচেয়ে বেশি করে যে ক্রিকেটারের নাম বারবার উচ্চারিত হচ্ছে, তিনি মহেন্দ্র সিং ধোনি। আইপিএল বাতিল হলে তবে কি ধোনির কেরিয়ার শেষ? দেশের সর্বকালের সেরা অধিনায়ক(আইসিসি'র ট্রফির বিচারে যিনি এগিয়ে), সেই ধোনির কিনা এমন জৌলুসহীন বিদায়! যেখানে শেষ কিস্তিতে কোনও ছক্কা নেই, নেই কোনও মনে রাখার মতো মুহূর্ত! নেই কোনও মনে রাখার মতো শট! ইনিই তো ভারতের সেই ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ দেওয়া নায়ক, তবে এমন ভাবে আন্তরালেই থেকে যাবে সব। করোনার করাল গ্রাসে আইপিএল জাহাজ ডুবলে ধোনিও ডুবতে চলেছেন! অনেকেই এই ছবিটাই দেখতে পাচ্ছেন

ধোনির বিশ্বকাপ খেলার আশা প্রায় শেষ

ধোনির বিশ্বকাপ খেলার আশা প্রায় শেষ

ধোনি! ধোনি! ধোনি! গত বছর জুলাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার বিশ্বকাপের ম্যাচে এই রব উঠেছিল। এরপর শুধুই অপেক্ষা।পরের সময়টায় ধোনি আর ক্রিকেট মাঠের ধার ঘেঁষেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ভারতীয় দলে ফেরার গুঞ্জন তৈরি হয়েছিল বটে। তবে আইপিএল স্থগিত হওয়ায় আশা নেই ধরে নেওয়াই যায়।

ধোনিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত

ধোনিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত

দলে ঠিক কোথায় ফিট করতে পারেন ধোনি! উত্তর অজানা। চারে নয়, চারে শ্রেয়স আইয়ার রয়েছেন। পাঁচ? ওখানে লোকেশ রাহুল নামক গিয়ার চেঞ্জিং ব্যাটসম্যান জায়গা পাকা করে নিয়েছেন। ছয়? জায়গাটায় হার্দিক পান্ডিয়া উপযুক্ত। এরপর সাতে নিশ্চয় ধোনিকে বয়ে বরোনো হবে না। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ। পেসারদের স্বর্গরাজ্যে সাতে ধোনি বেমানান, বদলে বাড়তি অলরাউন্ডারে ঝুঁকবে ভারত

বয়সও তো ৩৮ গড়িয়ে ৩৯-এর দিকে ছুটছে

বয়সও তো ৩৮ গড়িয়ে ৩৯-এর দিকে ছুটছে

আইপিএলে ভালো খেললে অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি আবার ভারতের হয়ে খেলবেন, এমন একটা গুঞ্জন অনেক শোনা গিয়েছিল। কিন্তু করোনাভাইরাস এসে আইপিএল স্থগিত করে রেখেছে,টুর্নামেন্ট বাতিলও হতে পারে। সেক্ষেত্রে পরের জুলাইয়ে ধোনির বয়স ৩৯ পৌঁছবে। ঐ বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন! আইপিএল না হলে ধোনির ফিটনেসের পরীক্ষাটুকুও নির্বাচকরা দেখার সুযোগ পাবেন না।

নীরবেই বিদায়

নীরবেই বিদায়

সেক্ষেত্রে ধোনির বিদায়টা নীরবের হতে পারে মনে করছে ক্রিকেটমহল। করোনা কারণে আগামী ছয় মাস হয়ত ক্রিকেট সম্ভব নয়! অর্থাৎ ছয় মাস পর অক্টোবরে সেই বিশ্বকাপ। জুলাইয়ে ৩৯ পা দিলেই ধোনিকে নিয়ে অনেক লেখালেখি শুরু হয়ে যাবে। ৩৯ এর ধোনি পারবেন-কিনা, এই সব নিয়ে হাজারও শব্দ খরচ হবে। সেক্ষেত্রে হয়ত নীরবেই বিদায় হতে পারে ধোনির।

English summary
Its may end of international cricket for dhoni if ipl 2020 shut down for Corona Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X