For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কে কেন বাড়ি ফিরছেন না ভারতকে ২০০৭ বিশ্বকাপ দেওয়া নায়ক

করোনা আতঙ্কে কেন বাড়ি ফিরছেন না ভারতকে ২০০৭ বিশ্বকাপ দেওয়া নায়ক

  • |
Google Oneindia Bengali News

২০০৭ সাল পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল জিতিয়েছিলেন। ফাইনালের শেষ ওভারে স্নায়ুর চাপ ধরে রেখে দেশকে ট্রফি দিয়েছিলেন যোগীন্দর শর্মা। ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের সেই নায়ক যোগীন্দর এখন হরিয়ানার পুলিশ সুপার। করোনার বিরুদ্ধে লড়াইয়ে হরিয়ানা পুলিশের দায়িত্বে লকডাউন সামলাচ্ছেন যোগীন্দর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। এবার জানা গেল, রাস্তায় নেমে ডিউটি করার কারণে নিজে সংক্রমিত হতে পারেন, সেই আন্দাজে পরিবারকে সুরক্ষিত রাখতে এখন আর বাড়ি ফিরছেন না প্রাক্তন জাতীয় ক্রিকেটার।

করোনা আতঙ্কে কেন বাড়ি ফিরছেন না ভারতকে ২০০৭ বিশ্বকাপ দেওয়া নায়ক

জানা গিয়েছে যোগীন্দর জীবনের ঝুঁকি নিয়ে কঠিন পরিস্থিতিতে লকডাউন সামলেছেন। এই কাজ করতে গিয়ে অপরিচিতদের সঙ্গে তাঁর মেলামেশা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সংক্রমণ থেকে রুখতে বাড়িতে থাকার প্রয়োজনীয়তা বোঝাতে হয়েছে তাঁকে।

ফলে ভাইরাসের সংক্রমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই নিয়েই যোগীন্দর তাই আর ঝুঁকি নিতে চাননা। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হরিয়ানার পুলিশ যোগীন্দর করোনা নিয়ে তাঁর মনে এই আতঙ্কের কথা স্বীকার করে নিয়েছেন।

যোগীন্দর বলেন, 'এখন সকাল ৬টায় থেকে পুলিশের কাজ করতে শুরু করি। দেশ এখন চরম সংকটে ৷ সকাল ৯টায় বেরিয়েছি, রাত ৮টায় ফিরছি৷ প্রয়োজনে জরুরি ডাক এলে ফের বেরিয়ে পড়তে হচ্ছে। এটাই আমার দায়িত্ব, সেই দায়িত্ব তো পালন করবই।'

সঙ্গে যোগীন্দর জুড়েছেন 'আমি কোনও ঝুঁকি নিতে চাই না৷ যেহেতু দিনভর বহু মানুষের সংস্পর্শে আসি, তাই এই সময়টা পরিবারের থেকে দূরে থাকতে চাই৷ এই কয়েকদিনে পুলিশের ডিউটি করার সময় অনেক লোকের সংস্পর্শে এসিছি। তাই এখন বাড়ি ফিরে যাওয়ার ঝুঁকি নেব না। '

কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের কাছ থেকে শিখতে চান বিশ্বজয়ী ইয়ন মর্গ্যানকেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের কাছ থেকে শিখতে চান বিশ্বজয়ী ইয়ন মর্গ্যান

English summary
Joginder Sharma Opts Out Of Going Back Home After Duty To Avoid Putting Family At Risk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X