For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসির পর সিয়েটের বিচারেও সেরা বিরাট কোহলি-স্মৃতি মান্ধানা

আইসিসির ত্রিমুকুটের পর এবার সিয়েট ক্রিকেট রেটিংয়ের বিচারে বর্ষসেরা আন্তর্জাতিক ব্যাটসম্যান ও ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের আইকন বিরাট কোহলি।

  • |
Google Oneindia Bengali News

আইসিসির ত্রিমুকুটের পর এবার সিয়েট ক্রিকেট রেটিংয়ের বিচারে বর্ষসেরা আন্তর্জাতিক ব্যাটসম্যান ও ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের আইকন বিরাট কোহলি। একই ভাবে মহিলা ক্রিকেটেও আন্তর্জাতিক স্তরে ভারতকেই সেরার স্বীকৃতি দিয়েছে সিয়েট। বর্ষসেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্মৃতি মান্ধানা।

এর আগে যথাক্রমে আইসিসি এবং উইসডেনের বিচারে এবছরের বিশ্বসেরা মহিলা ওয়ান-ডে ক্রিকেটার ও লিডিং উইমেন ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ডের মুকুট জিতেছিলেন ভারতের বাঁ-হাতি ওপেনার স্মৃতি মান্ধানা। অন্যদিকে, উইসডেনের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ডের পাশাপাশি চলতি বছরেই ভারতের বিশ্বকাপগামী দলের অধিনায়ক বিরাট কোহলিকে বর্ষসেরা ব্যাটসমান, ওয়ান-ডে ও টেস্ট ক্রিকেটারের সম্মান দিয়েছে আইসিসি। কোহলিকে বর্ষসেরা ওয়ান-ডে ও টেস্ট টিমের অধিনায়কও বেছেছে আইসিসি।

আইসিসির পর সিয়েটের বিচারেও সেরা বিরাট কোহলি-স্মৃতি মান্ধানা

৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে অধিনায়ক বিরাট কোহলির এই সাফল্য, ভারতীয় ক্রিকেট দলের বাকি ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে। সিয়েট ক্রিকেট রেটিংয়ের প্রকাশিত তালিকার বিভিন্ন বিভাগে জায়গা করে নিয়েছেন জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, কুলদীপ যাদবের মতো বিশ্বকাপগামী ভারতীয় দলের ক্রিকেটাররাও। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ভারতের ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অন্যতম সদস্য মহিন্দর অমরনাথকে।

২০১৯-র সিয়েট ইন্টারন্যাশনাল ক্রিকেট পুরস্কার প্রাপকরা

লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : মহিন্দর অমরনাথ

বর্ষসেরা আন্তর্জাতিক ব্যাটসম্যান ও ক্রিকেটার : বিরাট কোহলি

বর্ষসেরা আন্তর্জাতিক বোলার : জসপ্রীত বুমরা

বর্ষসেরা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটার : চেতেশ্বর পূজারা

বর্ষসেরা আন্তর্জাতিক ওয়ান-ডে ক্রিকেটার : রোহিত শর্মা

বর্ষসেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটার : অ্যারন ফিঞ্চ

আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স অফ দ্য ইয়ার : কুলদীপ যাদব

বর্ষসেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলার : রশিদ খান

বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার : আশুতোষ আমন

বর্ষসেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার : স্মৃতি মান্ধানা

বিশেষ সম্মান : প্রয়াত অজিত ওয়াদেকর

জুনিয়র ক্রিকেটার অফ দ্য ইয়ার : যশবী জয়সওয়াল

বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক : শ্রীরাম বিরা ও স্নেহাল প্রধান

English summary
Kohli-Mandhana best in CEAT Cricket Rating awards.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X