For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোড়়া বিশ্বরেকর্ড মালিঙ্গার, কেরিয়ারে দ্বিতীয় বার টানা চার উইকেট শিকার

কিংবদন্তি ওয়াসিম আক্রমকে সরিয়ে বিশ্বরেকর্ডের মালিক বনে গেলেন লাসিথ মালিঙ্গা। শুক্রবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি ওয়াসিম আক্রমকে সরিয়ে বিশ্বরেকর্ডের মালিক বনে গেলেন লাসিথ মালিঙ্গা। শুক্রবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি মালিঙ্গার দ্বিতীয় হ্যাটট্রিক।

কীসের বিশ্বরেকর্ড

প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি হ্যাটট্রিক করলেন মালিঙ্গা। এর আগে টেস্ট ও ওডিআই মিলিয়ে সর্বোচ্চ চারটি হ্যাটট্রিক করার কীর্তি ছিল ওয়াসিম আক্রমের। টেস্টে দুটি ও ওডিআইতে আক্রমের দুটি হ্যাটট্রিক রয়েছে। অন্যদিকে ওডিআইতে তিনটি ও টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক মিলিয়ে মোট পাঁচ হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড তৈরি করলেন মালিঙ্গা।

একনজরে মালিঙ্গার পাঁচ আন্তর্জাতিক হ্যাটট্রিক

২০০৭ সালে বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাটট্রিক(ওডিআই)
২০১১ সালে বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে ওডিআই হ্যাটট্রিক
২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই হ্যাটট্রিক
২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি হ্যাটট্রিক
২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি হ্যাটট্রিক

দ্বিতীয় বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট শিকারের নজির লিখলেন। দেশের হয়ে ৭৬ ম্যাচ খেলে মালিঙ্গার উইকেট সংখ্যা ১০৪টি।

কেরিয়ারে দ্বিতীয় বার টানা চার উইকেট শিকার

এর আগে ২০০৭ সালে ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার বলে চার উইকেট নিয়েছিলেন। ১২ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে এবার চার বলে চার উইকেট নিলেন। কলিন মুনরো, রাদারফোর্ড, গ্র্যান্ডহোম ও রস টেলরকে টানা চার বলে আউট করেন তিনি। শুক্রবার সব মিলিয়ে ম্যাচে ৬ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন।

English summary
Lasith Malinga takes hat-trick, become 1st bowler to take 5 hat-tricks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X