For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হানজি মাতা রিচড', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবরাজের পুরনো ছবি

'হানজি মাতা রিচড', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবরাজের পুরনো ছবি

  • |
Google Oneindia Bengali News

স্মৃতির সরণী ধরে অনেকটা পিছনে চলে গেলেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং। ২০০১ কিংবা ২০০২ সালের শ্রীলঙ্কা সফরের ছবি দুর্দান্ত ছবি পোস্ট করে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। একাধারে আশিস নেহরা, বীরেন্দ্র শেহওয়াগ ও ভিভিএস লক্ষ্মণকেও ভাইরাল করেছেন যুবি।

শ্রীলঙ্কা সফর

শ্রীলঙ্কা সফর

২০০১ সালে শ্রীলঙ্কায় টেস্ট এবং ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ২০০২ সালে একই দেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ওই দুই সফরের মধ্যে যেকোনও এক সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যুবরাজ সিং।

ইনস্টাগ্রাম পোস্ট

যে সময়ের ছবি, তখনও ততটা জনপ্রিয় হয়নি মুঠোফোন। তাই বিদেশ সফরে গিয়ে ক্রিকেটারদেরও দাঁড়াতে হত বুথেরই সামনে। সেই মুহূর্তের এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যুবরাজ সিং। যেখানে যুবি সহ আশিস নেহরা, বীরেন্দ্র শেহওয়াগ, ভিভিএস লক্ষ্মণকে লাইন দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে। ছবির নিচে যুবি লিখেছেন, যখন কোনও খারাপ পারফরম্যান্সের পর অভিভাবকরা মোবাইল ফোনের বিল দিতে অস্বীকার করেন।

হরভজনের প্রশ্ন

হরভজনের প্রশ্ন

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। পাঁচ লক্ষেরো বেশি লাইক এবং কয়েক হাজার কমেন্ট পরে যায়। সেই তালিকার অন্যতম হরভজন সিং প্রশ্ন, 'এটা কি ফ্রি কল'?

যুবরাজের জবাব

যুবরাজের জবাব

বন্ধু হরভজন সিংয়ের প্রশ্নের উত্তরে যুবরাজ সিং জানান যে কলিং কার্ড ব্যবহার করে শ্রীলঙ্কা থেকে ভারতে ফোন করছিলেন তাঁরা। যুবি তখন বলছিলেন, 'হানজি মাতা রিচড'। আর ক্যামেরার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা আশিস নেহরা নাকি বলছিলেন, 'আবে শুন রিচড, আব মে ম্যাচ কে বাদ ফোন কারুঙ্গা! চল বাই'।

বিরাট কোহলি থেকে রবি শাস্ত্রী, কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া মহলবিরাট কোহলি থেকে রবি শাস্ত্রী, কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া মহল

English summary
Legend Yuvraj Singh throwback picture goes viral in social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X