For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাইভ টিভিতে 'ভুল করে' ফাঁস দক্ষিণ আফ্রিকার গোপন কৌশল! বল বিকৃতির পর ফের আলোচনায় সুপারস্পোর্ট

দক্ষিণ আফ্রিকার টিভি সম্প্রচারকারী সংস্থা সুপারস্পোর্ট ভুল করে লাইভ টেলিভিশনে জাতীয় দলের কৌশল এবং শ্রীলঙ্কার প্রতিটি ব্যাটসম্যানের জন্য করা পরিকল্পনা প্রকাশ করে ফেলল। 

  • |
Google Oneindia Bengali News

প্রতিপক্ষের ব্যাটসম্য়ানদের ঘায়েল করতে সব দলের কোচ ও খেলোয়াড়রাই বিভিন্ন পরিকল্পনা করে থাকেন। শেষ পর্যন্ত খেলাটা মাঠে হলেও, অনেকটাই কাজ এগিয়ে রাখা থাকে খাতায় বা ল্যাপটপে। প্ল্যান 'এ' না খাটলে প্ল্যান 'বি' নয়তে 'সি' এরকম অনেক বিকল্প তৈরি করা হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট চলাকালীন দক্ষিণ আফ্রিকার ছকা যাবতীয় পরিকল্পনা ফাঁস হয়ে গেল একেবারে লাইভ টিভিতে।

লাইভ টিভিতে ভুল করে ফাঁস দক্ষিণ আফ্রিকার গোপন কৌশল

প্রায় তিন দশকের উপর দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট দলের সরকারি সম্প্রচারক হিসেবে রয়েছে সুপারস্পোর্ট। দুর্দান্ত সব মুহূর্ত ক্যামেরাবন্দী করতে পারার জন্য সুনাম রয়েছে এই সংস্থার। তাঁদের ক্যামেরাতেই বল বিকৃতি করার সময় ধরা পড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নাররা। তবে এই বার তাদের ক্যামেরার নজর একটু ভুল জায়গায় গিয়ে পড়ল। যার জেরে ফের খবরের শিরোনামে উঠে এল তাদের নাম।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার প্রথম টেস্টের দ্বিতীয় দিন, খেলা চলাকালীন সুপারস্পোর্টের সম্প্রচারে ভুল করে বেশ খানিকক্ষণ একটি ল্যাপটপের স্ক্রিন দেখা যায়। যাতে শ্রীলঙ্কার প্রত্যেক ব্যাটসম্য়ান ধরে ধরে আউট করার পরিকল্পনা ছিল। বেশ কিছু উৎসাহি দর্শক সেই সম্প্রচারের ছবিও তুলে রাখেন। ফলে প্রথম দুই টেস্টে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের আটকাতে দক্ষিণ আফ্রিকা দল কী পরিকল্পনা করেছে তা এখন সবার সামনে চলে এসেছে।

এমনিতেই সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে সুপারস্পোর্ট সংস্থায় বিভইন্ন বিষয়ে বিবা হয়েছে। এই ভুলের ফলে দক্ষিণ আফ্রিকা দল মোটেই সম্প্রচারকারীদের উপর প্রসন্ন হবে না - তা বলাই বাহুল্য। এই ঘটনার জল কতদূর গড়ায় এবার সেটাই দেখার।

English summary
South Africa TV broadcaster SuperSport has disclosed the national side's tactics and plans for each Sri Lankan batsman on live TV by mistake.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X