For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন কি এক কন্যা সন্তানের মা চেতনাকে কেন বিয়ে করেছিলেন কুম্বলে

জানেন কি এক কন্যা সন্তানের মা চেতনাকে কেন বিয়ে করেছিলেন কুম্বলে

  • |
Google Oneindia Bengali News

বরাবারই প্রচারের আলোর বাইরে থাকা ভারতীয় ক্রিকেটের লেজেন্ড অনিল কুম্বলে তাঁর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেছিলেন সিনেমাটিক ঢঙেই। বিস্তর বাধা পেরিয়ে, কাঠখড় পুড়িয়ে বিবাহিত এবং এক কন্যা সন্তানের মা চেতনাকে বিয়ে করেছিলেন জাম্বো। জেনে নিন বিশ্বের অন্যতম সেরা স্পিনারের এহেন সিদ্ধান্ত নেওয়ার কারণ।

ট্রাভেল এজেন্সিতে পরিচয়

ট্রাভেল এজেন্সিতে পরিচয়

এক ট্রাভেল এজেন্সিতে পরিষেবা নিতে গিয়ে চেতনা রামাতীর্থের সঙ্গে পরিচয় হয়েছিল অনিল কুম্বলের। চেতনার মিষ্টি ব্যবহার পছন্দ হয়ে গিয়েছিল জাম্বোর। দু-জনের মধ্যে বন্ধুত্বও হয়েছিল। তাঁরা মাঝে মধ্যেই একে অপরের সঙ্গে দেখা করতেও শুরু করেছিলেন।

বিবাহিত চেতনা

বিবাহিত চেতনা

অনিল কুম্বলে জানতে পেরেছিলেন চেতনা রামাতীর্থ বিবাহত এবং এক কন্যা সন্তানের মা। ১৯৮৬ সালে চেতনার বিয়ে হয়েছিল। সাংসারিক অশান্তির জন্য তিনি স্বামীর সংসার ছেড়ে আলাদা থাকতে শুরু করেছিলেন। দিন গুজরানের জন্য চেতনা ওই ট্রাভেল এজেন্সিতে কাজ করছিলেন। এরপরেই তাঁর প্রতি আলাদা জায়গা তৈরি হয়েছিল অনিল কুম্বলের মনে।

চেতনার ডিভোর্স

চেতনার ডিভোর্স

শোনা যায়, ভারতের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলের অনুপ্রেরণাতেই ১৯৯৮ সালে প্রখম স্বামীর সঙ্গে আইনত বিচ্ছেদ ঘটিয়েছিলেন চেতনা রামাতীর্থ। এরপর প্রিয় বান্ধবীকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন জাম্বো। যদিও প্রথমে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন চেতনা। অনেক সাধ্য সাধনার পর প্রেমিকার মন জয় করতে পেরেছিলেন অনিল কুম্বলে। ১৯৯৯ সালে দুই পরিবারের সম্মতিতে তাঁদের দুই হাত এক হয়েছিল।

মেয়ের জন্য লড়াই

মেয়ের জন্য লড়াই

স্ত্রী চেতনার কন্যা সন্তানকে নিজের পদবি দিতে চেয়েছিলেন অনিল কুম্বলে। কিন্তু চেতনার প্রথম পক্ষের স্বামী তাতে রাজি ছিলেন না। দীর্ঘ আইনি যুদ্ধের পর ভারতের প্রাক্তন লেগ স্পিনার সেই লড়াই জিতেছিল বলে শোনা যায়।

English summary
Love story of Anil Kumble is like a bollywood movie
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X