For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির প্রশংসায় কী বললেন দক্ষিণ আফ্রিকার পেস লেজেন্ড

বিরাট কোহলির প্রশংসায় কী বললেন দক্ষিণ আফ্রিকার পেস লেজেন্ড

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় সরব দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মাখায়া এনতিনি। ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির উত্থান নিয়ে গর্ব করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কথাও বলেছেন এনতিনি।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ

১৭ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তার সঙ্গে জুড়ে থাকা কিছু গর্বে কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মাখায়া এনতিনি।

অনূর্ধ্ব ১৯-এ বিরাট

অনূর্ধ্ব ১৯-এ বিরাট

২০০৮ সালে মালেশিয়ায় অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি। সেবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট জিতেছিল ভারত। সেই টুর্নামেন্টে চমকপ্রদ পারফরম্যান্সের সৌজন্যে টিম ইন্ডিয়ার সিনিয়র দলে ডাক পান বিরাট। ২০১০ সাল থেকে তাঁর উত্থান শুরু হয়।

বিরাটের উত্থানে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ

বিরাটের উত্থানে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির উত্থানে দারুণ খুশি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মাখায়া এনতিনি। তাঁর দাবি, বিরাটের উত্থানের পিছনে বড় ভূমিকা নিয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। শুধু বিরাট নন, ভারত সহ অন্যান্য দেশে পরবর্তীকালে চুটিয়ে ক্রিকেট খেলা বহু খেলোয়াড়ের উত্থান ওই টুর্নামেন্ট থেকে হয়েছে বলে দাবি করেছেন এনতিনি।

রাবাডা-ডি কক

রাবাডা-ডি কক

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ছাড়া দক্ষিণ আফ্রিকা তথা এই প্রজন্মের অন্যতম সেরা ফাস্ট বোলার কাগিসো রাবাডা ও প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি ককের উত্থান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে হয়েছে বলে জানিয়েছেন মাখায়া এনতিনি। তাঁর ছেলে থান্ডো ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলে বেশ সুনাম অর্জন করেন।

English summary
Makhaya Ntini speaks about the success of Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X