For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাকিবের জন্য কোনও সহানুভূতি নয়, আরও বেশি সময়ের জন্য নির্বাসন চান মাইকেল ভন

বুকির সঙ্গে কথোপকথন গোপন করার কারণে আইসিসির শাস্তির মুখে শাকিব আল হাসান। শাকিবকে দু'বছরের জন্য নির্বাসনে পাঠিয়েছে আইসিসি। যদিও দোষ স্বীকার করার পর শাস্তি কমিয়ে এক বছর করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বুকির সঙ্গে কথোপকথন গোপন করার কারণে আইসিসির শাস্তির মুখে শাকিব আল হাসান। শাকিবকে দু'বছরের জন্য নির্বাসনে পাঠিয়েছে আইসিসি।

শাকিবকে নিয়ে কী বললেন ভন

শাকিবের এই নির্বাসন নিয়ে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন কড়া মন্তব্য করেছেন। আইসিসি'র শাস্তি প্রসঙ্গে ভন বলেন, 'শাকিবকে মাত্র দু'বছরের জন্য নয়, আরও বেশি সময়ের জন্য নির্বাসিত করা উচিত ছিল। ' টুইটে ভন আরও লিখেছেন শাকিবের প্রতি কোনও সহানুভূতি দেখানো উচিত নয়। ঘটনার পর আইসিসিকে সরাসরি অভিযোগ করা উচিত ছিল। সেখানেই পুরো বিষয়টা লুকিয়ে রেখে অপরাধ করেছেন শাকিব।

বিশ্বকাপের নায়ক শাকিব

প্রসঙ্গত ইংল্যান্ডের মাটিতে শেষ বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন শাকিব। টুর্নামেন্টের ইতিহাসে এক বিশ্বকাপে ৫০০ রান ও ১০টি উইকেট তুলে নেওয়ার নজির তৈরি করেন শাকিব। সেই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২১ রানের ঝকঝকে ইনিংস ছিল শাকিবের। সব মিলিয়ে বিশ্বকাপে ৬০৬ রান করেছিলেন বাঁ-হাতি অল-রাউন্ডার। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের সময় থেকেই কেরিয়ারের সেরা ফর্মে ছিলেন। এই মুহূর্তে আইসিসি'র এই নির্বাসন, তাঁর কেরিয়ারে বড় ধাক্কা বলা চলে।

ঠিক কী ঘটেছে

শাকিবের সঙ্গে ভারতীয় বুকির কথোপকথনোর এক ভিডিও প্রকাশ করেছে আইসিসি। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) চলার সময় ঢাকা ডায়নামাইটসের দলে ছিলেন শাকিব আল হাসান। সেই সময়ই ভারতীয় বুকি দীপক আগরওয়াল শাকিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন সেই বছর নভেম্বরে হোয়াটস অ্যাপে শাকিবের সঙ্গে ওই বুকির কথা হয়। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে দেখা করতে বলে দীপক। শাকিব অবশ্য বুকির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

আইপিএলে বেটিংয়ের ছক

আইসিসি পক্ষ থেকে বিস্তারিত জানা গিয়েছে, ২০১৮ সালে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে বুকি দীপক আগরওয়াল ফের শাকিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। ভারতীয় বুকি, শাকিবকে হোয়াটস অ্যাপে শুভেচ্ছা বার্তা পাঠায় বলে জানা গিয়েছে। সেই শুভেচ্ছা বার্তাতেই ঐ বুকি, শাকিবের সঙ্গে কবে থেকে কাজ শুরু করা যাবে, জানতে চান। লেখেন, 'আমরা কী এই সিরিজেই কাজ করব না আইপিএলের জন্য অপেক্ষা করব'। আইসিসি'র অভিযোগ, ভারতীয় বুকির সঙ্গে শাকিবের এই কথোপকথনেই পুরোটাই এড়িয়ে যান শাকিব। সেকারণেই তাঁকে নির্বাসিত করে দৃষ্টান্ত তৈরি করল আইসিসি।

English summary
Michael Vaughan wants Longer Ban for Shakib Al Hasan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X