For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অলিম্পিক্সে ফিগার স্কেটিংয়ে ট্রিপল অ্যাক্সেল জাম্প দিয়ে ইতিহাসে মার্কিন তরুণী

আমেরিকান খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সে ফিগার স্কেটিংয়ে ট্রিপল অ্যাক্সেল জাম্প দিয়ে নতুন নজির তৈরি করলেন মার্কিন তরুণী মিরাই নাগাসু।

  • |
Google Oneindia Bengali News

আমেরিকান খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সে ফিগার স্কেটিংয়ে ট্রিপল অ্যাক্সেল জাম্প দিয়ে নতুন নজির তৈরি করলেন মার্কিন তরুণী মিরাই নাগাসু। মাত্র ২১ সেকেন্ডের মধ্যে এই জাম্প শেষ করেছেন তিনি।

অলিম্পিক্সে ফিগার স্কেটিংয়ে ট্রিপল অ্যাক্সেল জাম্প দিয়ে ইতিহাসে মার্কিন তরুণী

পিয়ংচ্যাংয়ে মহিলাদের ফ্রি স্কেটিংয়ে এই নতুন নজির তৈরি করেছেন নাগাসু। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা নাগাসু প্রথম আমেরিকান স্কেটিং খেলোয়াড় হিসাবে এই নজির গড়লেন।

এদিন স্কেটিং শেষ করার পরই গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে নাগাসুর জন্য করতালি বাজিয়েছে। এর আগে অলিম্পিক্সে জাপানের মিদোরি ইতো ও মাও আসাদা ট্রিপল অ্যাক্সেল জাম্প দিয়ে নজির গড়েছেন। জাম্পের পর নিজের কেরিয়ারের সেরা স্কোর ১৩৭.৫৩ করেন নাগাসু।

স্কেটিংয়ে দলগত বিভাগে অবশ্য কানাডা প্রথম, রাশিয়া দ্বিতীয় ও আমেরিকা তৃতীয় স্থান পেয়েছে। স্কেটিং করেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মিরাই নাগাসু।

প্রসঙ্গত, অ্যাক্সেল হল এক ধরনের ফিগার স্কেটিং জাম্প। ১৮৮২ সালে অ্যাক্সেল পলসন প্রথম স্কেটার হিসাবে এটি করে দেখান। তারপর থেকেই তার নামে এই জাম্পটিকে নামাঙ্কিত করা হয়েছে। জাম্পের ক্ষেত্রে সিঙ্গল, ডাবল, ট্রিপল ও কোয়ার্ডাপল অ্যাক্সেল হয়ে থাকে।

English summary
Mirai Nagasu becomes the first American woman to land a triple axel in the Olympics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X