For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'খিদের যন্ত্রণায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল!' পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন শামি

'খিদের যন্ত্রণায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল!' পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন শামি

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। ১৫ এপ্রিল, বুধবার থেকে দেশে করোনা প্রতিরোধে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। লকডাউনে নেই কোনও যোগাযোগ। ফলে ২৫ মার্চ লকডাউনের প্রথম দিন থেকেই, কর্মসূত্রে গিয়ে আটকে পরেছেন ভিন রাজ্যের শ্রমিকেরা।

জীবন বাজি রেখে হেঁটেই বাড়ি ফিরছে শ্রমিকরা

জীবন বাজি রেখে হেঁটেই বাড়ি ফিরছে শ্রমিকরা

লকডাউনে কাজ বন্ধে পরিযায়ী এই শ্রমিকদের রুটি-রুজিতেও টান পড়েছে। ফলে অনেকেই নিজের বাড়ি ফিরে যেতে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটা ধরেছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যুগে শ্রমিকদের সেই হেঁটে বাড়ি ফেরার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশে এমন পরিযায়ী শ্রমিককে এবার সাহায্যে করতে এলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি।

খিদের জ্বালায় জ্ঞান হারালেন শ্রমিক

খিদের জ্বালায় জ্ঞান হারালেন শ্রমিক

এক পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশের আমরোহায় খিদের জ্বালায় জ্ঞান হারান। ঘটনাটি একেবারে মহম্মদ শামির বাড়ির সামনেই ঘটে। সি সি টিভিতে সেই দৃশ্য দেখে শামি বাড়ি থেকে বেরিয়ে এসে ঐ শ্রমিককে সাহায্য করেন। খাবার ও জল দিয়ে তাঁকে সাহায্য করেন শামি। জানা গিয়েছে ঐ শ্রমি কর্মসূত্রে রাজস্থানে থাকেন। বাড়ি বিহারে। লকডাউনে দিনগুলো হাতের অর্থ শেষ হতে পথে বসেন। দিনমজুর শ্রমিকদের রুটি-রুজি বন্ধের পর বিকল্প কোনও পথ না দেখে করোনা উদ্বেগের মাঝেই বাড়ি ফেরার জন্য হাঁটা চালু করেন তিনি।

চাহাল-শামির আড্ডায় উঠে এল পরিযায়ী শ্রমিকদের সমস্যা

চাহাল-শামির আড্ডায় উঠে এল পরিযায়ী শ্রমিকদের সমস্যা

পুরো ঘটনাটি শামি ভারতীয় দলে তাঁর সতীর্থ চাহালকে ভিডিও আড্ডায় শেয়ার করেছেন। সেই সঙ্গে শামি আরও জানান এমন একাধিক শ্রমিক প্রতিদিন হাইওয়ে দিয়ে বাড়ির পথে হেঁটে যাচ্ছে।

কী বলেছেন শামি

কী বলেছেন শামি

ভিডিওতে চাহালকে শামি বলেছেন, 'রাজস্থান থেকে বিহারে ফিরবেন বলে ঐ শ্রমিক হাঁটছিলেন। আমার লখনউয়ের বাড়ি থেকে যা অনেক দূরে। হঠাৎ আমার বাড়ির সামনে তিনি অসুস্থ হয়ে পরে যান। ঘরের সিসিটিভি ক্যামেরায় তা দেখে আমি তাঁকে যতটা পারি সাহায্য করেছি। অসহতায় কেউ এমন অসুবিধেতে পড়লে সবাইকে সাহায্য করার জন্য অনুরোধ রাখলাম।'

English summary
Mohammed Shami help migrant workers in home town who fainted in hunger
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X