For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বসেরা বিরাট কোহলি, তাঁর ব্যাটিংয়েও দুর্বলতা রয়েছে, কেন বললেন মহম্মদ শামি

বিশ্বসেরা বিরাট কোহলি, তাঁর ব্যাটিংয়েও দুর্বলতা রয়েছে, কেন বললেন মহম্মদ শামি

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটগ্রহে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। কিন্তু তাঁর ব্যাটিংয়েও কিছু দুর্বলতা রয়েছে। এমনই মনে করেন বিরাটের জাতীয় দলের সতীর্থ ক্রিকেটার মহম্মদ শামি। বিরাটের বিরুদ্ধে নেটে বোলিং করার বিরাটের সেই দুর্বলতা সম্পর্কে জানেন শামি। সেকারণেই শামি বলেছেন, বিরাট বিশ্বের সেরা, এই নিয়ে অস্বীকার করার জায়গা নেই। তবে কোহলির মধ্যেও দুর্বলতা রয়েছে।

শামি যা বলেছেন

শামি যা বলেছেন

বিরাটকে নিয়ে শামি বলেন, 'কোহলি বিশ্বসেরা। ওর ব্যাটিংয়ের ধারাবাহিকতা নিয়ে কোনও তর্ক চলে না। নিজের ব্যাটিংকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে বিরাট। তবে ওর মধ্যেও দুর্বলতা রয়েছে। বোলার হিসেবে সেটা বার করা আমার কাজ। বিরাটকে আইপিএলে কয়েকবার আউট করেছি। ভবিষ্যতে ওর বিরুদ্ধে আইপিএল ম্যাচ খেলার সময় বিরাটের সেই দুর্বলতার জায়গাটা আরও কাজে লাগাতে চাইব। '

কোথায় দুর্বল বিরাট, কী বলছেন শামি

কোথায় দুর্বল বিরাট, কী বলছেন শামি

ভারতীয় দলে বিরাটের সতীর্থ শামি অবশ্য কোহলির ব্যাটিং দুর্বলতা ঠিক কোথায়, তা ফাঁস করেননি।

অধিনায়ক বিরাটকে নিয়ে কী বললেন শামি

অধিনায়ক বিরাটকে নিয়ে কী বললেন শামি

ব্যাটসম্যান বিরাটের মধ্যে দুর্বলতা থাকলেও অধিনায়ক হিসেবে তাঁর মধ্যে দুর্বলতা নেই মনে করছেন শামি। ক্যাপ্টেন প্রসঙ্গে শামি বলেন, 'বিরাট প্রত্যেক ক্রিকেটারকে স্বাধীনতা দেন, পাশে থাকেন। এতে বোলার হিসেবে আমি যেমন আত্মবিশ্বাস পাই, অন্য ক্রিকেটাররাও নিজেকে মেলে ধরার আত্মবিশ্বাস পায়। দলের উপর বিরাটের আস্থা রয়েছে, এতে পারফর্ম করতে বাড়তি মোটিভেশন পাওয়া যায়। '

নিজের বোলিং প্রসঙ্গে শামি যা বলেছেন

নিজের বোলিং প্রসঙ্গে শামি যা বলেছেন

নিজের বোলিং নিয়েও শামি মন্তব্য করেছেন। বোলিং প্রসঙ্গে শামি বলেন, 'গতি আমার সম্পদ, তাই প্রতিটা বল যেন ঘণ্টায় ১৪০ কিমির বেশি গতিতে করা যায়, সেটাই আমার ফোকাস থাকে। গতি যাতে না কমে মাথায় রাখতে হয়। গতির সঙ্গে নজরে থাকে সিম ও স্যুইং।শারীরিক শক্তি দিয়ে গতি জেনারেট করার সঙ্গে সঠিক সুইং ও সিমের ব্যবহার করা জরুরি। আমি সবসময়ই স্যুইং ও সিমকে বেশি গুরুত্ব দিয়ে এসেছি। খেলতে খেলতে প্রতিদিন নতুন জিনিস শিখি। আগে রিভার্স স্যুইং সম্পর্কে বিশেষ ধারণা ছিল না। এরপর পরিশ্রম করে বল রিভার্স করানোর কৌশল শিখেছি। যে কোনও বোলারের ক্ষেত্রে বলকে রিভার্স করানো ক্ষমতা তৈরি যে কতটা প্রয়োজন সেটা এখন কৌশল রপ্তের পর বুঝি। প্রতিদিন শেখার ইচ্ছেই এই খিদেটা বাড়িয়ে তোলে।'

English summary
Mohammed Shami reveals best players like virat kohli have flaws in batting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X