For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেট বনাম ফুটবল, জনপ্রিয়তায় কোন খেলা এগিয়ে? কটি দেশে খেলা হয়? সব তথ্য এক নজরে

ক্রিকেট না ফুটবল, জনপ্রিয়তার বিচারে সেরা খেলা কোনটি এই নিয়ে আজও তর্ক জারি রয়েছে। ফ্যানেরা নিজেদের পছন্দকে অগ্রাধীকার দেন। ফুটবলের আন্তর্জাতিক ব্যপ্তি অনেক বেশি।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট না ফুটবল, জনপ্রিয়তার বিচারে সেরা খেলা কোনটি এই নিয়ে আজও তর্ক জারি রয়েছে। ফ্যানেরা নিজেদের পছন্দকে অগ্রাধীকার দেন। ফুটবলের আন্তর্জাতিক ব্যপ্তি অনেক বেশি। এই কারণেই ক্রিকেটের থেকে ফুটবলকে অনেকে এগিয়ে রাখেন। ক্রিকেট বোদ্ধারা আবার ক্রিকেট খেলাকে রাজকীয় খেলা, অন্য খেলার তুলনায় ক্রিকেটকে অভিজাত খেলা বলে থাকেন। তর্কে গিয়ে কাজ নেই। একনজরে দুই খেলার জনপ্রিয়তায় কোন খেলা এগিয়ে, পরিসংখ্যানে চোখ বোলানো যাক।

জনপ্রিয়তায় ক্রিকেট-ফুটবলে পার্থক্য কোথায়

জনপ্রিয়তায় ক্রিকেট-ফুটবলে পার্থক্য কোথায়

জনপ্রিয়তার বিচারে হিসেব করলে, ফুটবলের সঙ্গে ক্রিকেট তুলনাতেই আসতে পারেনা। ফুটবলের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। সারাবিশ্বের প্রতিটি দেশেই প্রায় ফুটবল খেলা হয়। সেখানে ক্রিকেট খেলা বিশ্বে এখনও সীমাবদ্ধ রয়েছে। বিশ্বের প্রতিটি অঞ্চলে ফুটবল খেলা তুমুল জনপ্রিয়। বিশ্বে ২১১ টি দেশে ফুটবল খেলা হয়। সেখানে বিশ্বের ১০৫টি দেশে ক্রিকেট খেলা হয়।

বিশ্বে কত মানুষ ফুটবল দেখতে অভ্যস্ত

বিশ্বে কত মানুষ ফুটবল দেখতে অভ্যস্ত

বিশ্বের প্রায় ৪ বিলিয়ন মানুষ ফুটবল দেখতে অভ্যস্ত। বিশ্বের মধ্যে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকাতে ফুটবল খেলা সবচেয়ে বেশি জনপ্রিয়। ইউরোপে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালে ফুটবল খেলার জনপ্রিয়তা অন্য পর্যায়ে পৌঁছছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্তিনা, মেক্সিকোতে ফুটবলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।প্রসঙ্গত ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে মাঠে বসে খেলা দেখেছেন ৭৮,০১১ দর্শক। টিভির পর্দায় প্রায় ম্যাচ দেখেছে প্রায় ৩.৪ বিলিয়ন। এই পরিসংখ্যানই বিশ্বজুড়ে ফুটবল জনপ্রিয়তার বিচারে কোথায় দাঁড়িয়ে বলে দিচ্ছে।

বিশ্বে কত মানুষ ক্রিকেট দেখতে অভ্যস্ত

বিশ্বে কত মানুষ ক্রিকেট দেখতে অভ্যস্ত

বিশ্বে দর্শক সংখ্যার বিচারে ফুটবলের পরই ক্রিকেট দ্বিতীয় জনপ্রিয় খেলা। ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে। আর পরবর্তী সময় ব্রিটিশ উপনিবেশগুলিতে এই খেলা জনপ্রিয়তা পায়। ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড পাওয়ার হাউস। বর্তমানে ২.৫ বিলিয়ন দর্শক ক্রিকেট খেলা দেখতে অভ্যস্ত।

ক্রিকেট দীর্ঘ সময়ের, তুলনায় ফুটবল স্বল্প সময়ের

ক্রিকেট দীর্ঘ সময়ের, তুলনায় ফুটবল স্বল্প সময়ের

সময়ের বিচারে ক্রিকেট দীর্ঘ সময়ের খেলা, ক্রিকেটে সর্বোচ্চ পাঁচদিনে টেস্ট ম্যাচ খেলা হয়। পাঁচদিন শুনতে লাগলেও ২০১৯ সালে হেডিংলে টেস্টে শেষ উইকেটের পুঁজিতে বেন স্টোকস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উত্তেজক ম্যাচে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। বিশ্বে পাঁচ দিনের ক্রিকেটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেজ টেস্ট সিরিজ, ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ দারুণ জনপ্রিয়। এছাড়া পঞ্চাশ, কুড়ি ও দশ ওভারের ক্রিকেট রয়েছে। ফুটবল সেখানে কম সময়ের খেলা, ৯০ মিনিটের মধ্যে দর্শকরা ম্যাচ উপভোগ করতে পারেন। তবে সর্বোপরি দুই খেলার মধ্যে ক্রিকেটের থেকে জনপ্রিয়তার পরিসংখ্যান ফুটবল অনেক এগিয়ে রয়েছে।

English summary
most popular sports in the world, is it cricket of football?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X