For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের দেখানো পথে হাঁটলে অনেক রেকর্ড ভাঙতেন ধোনি!

সৌরভের দেখানো পথে হাঁটলে অনেক রেকর্ড ভাঙতেন ধোনি!

  • |
Google Oneindia Bengali News

অভিষেকের পর থেকে টানা কয়েক ম্যাচে ফ্লপ! নামের পাশে বলার মতো রান নেই। অন্য অধিনায়ক হলে আস্থা হারিয়ে তরুণ প্রতিভাকে দলের বাইরে রাখতেন।

সেখানেই লম্বা চুলের 'বিগ হিটার' ধোনির উপর আস্থা রেখে ২০০৫ সালে পাকিস্তান সফরের দ্বিতীয় ওডিআইয়ে ধোনিকে তিন নম্বরে পাঠিয়েছিলেন সৌরভ। বাকিটা ইতিহাস!

তিন নম্বরে নেমে ধোনির প্রথম সাফল্য

তিন নম্বরে নেমে ধোনির প্রথম সাফল্য

সুযোগ কাজে লাগিয়ে ১৪৮ রান হাঁকিয়ে দেন মাহি। ওটাই ধোনির কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান। কেরিয়ারে আরও বেশি ম্যাচ তিন নম্বরে নামলে ব্যাটসম্যান হিসেবে দারুণ কিছু করে দেখাতে পারতেন। ধোনিকে নিয়ে এবার এমনটাই বললেন গৌতম গম্ভীর।

ধোনিকে নিয়ে যা বললেন গম্ভীর

ধোনিকে নিয়ে যা বললেন গম্ভীর

ধোনির সঙ্গে দুটি বিশ্বকাপ জিতেছেন। তারকা হয়ে ওঠার আগের ধোনিকে চেনেন গম্ভীর। সেই ধোনি প্রসঙ্গে গম্ভীর বলেন, 'ক্রিকেট দুনিয়া ধোনিকে তিন নম্বরে ব্যাটিংয়ে দেখতে মিস করেছে। ধোনি অধিনায়ক না হলে হয়ত তিন নম্বরে নামার সিদ্ধান্তে টিঁকে থাকত। অধিনায়ক হয়ে দলের স্বার্থে নিচের দিকে পাঁচ ও ছয় নম্বরে খেলেছে। টপ অর্ডারে খেলার সুযোগ পেলে ধোনিকে আমরা অন্য ব্যটসম্যান হিসেবে দেখতাম।

টপ অর্ডারে ধোনি কটি ম্যাচ খেলেছেন

টপ অর্ডারে ধোনি কটি ম্যাচ খেলেছেন

টপ অর্ডারে ধোনি মাত্র ১৬ টি ওডিআই খেলেন। এই ১৬ ম্যাচে ধোনি একশোর কাছাকাছি স্ট্রাইক রেটে ৮২ অ্যাভারেজে ৯৯৩ রান হাঁকিয়েছেন।

ধোনির মোট রান

ধোনির মোট রান

৩৫০টি ওডিআই ম্যাচ খেলে ধোনি ১০৭৭৩ রান হাঁকান। টেস্টে ৯০ ম্যাচে সংগ্রহ ৪৮৭৬ রান। আর দেশের হয়ে ৯৮টি টি-২০ ম্যাচে সংগ্রহ ১৬১৭ রান।

English summary
MS Dhoni would be most exciting cricketer if he had not captained India, batted at No. 3 says Gambhir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X